কোন জেলায় কত শূন্যপদ? প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ তালিকা এক নজরে

Published on:

Published on:

West Bengal Primary Teachers Recruitment Begins
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে প্রাথমিক শিক্ষকের শূন্যপদে বড় নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হয়েছে (West Bengal Primary Teachers Recruitment)। এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে বুধবার থেকেই। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার পর এই নিয়োগ শুরু হওয়ায় চাকরিপ্রার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু শূন্যপদের সংখ্যা নিয়ে অসন্তোষও প্রকাশ করছেন অনেকে।

শিক্ষক নিয়োগের (West Bengal Primary Teachers Recruitment) পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে

পর্ষদ জানিয়েছে, কোন জেলায় কত শূন্যপদ রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে। তার পূর্ণ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে (West Bengal Primary Teachers Recruitment)। জানা গিয়েছে, মোট শূন্যপদ ১৩ হাজার ৪২১। বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ-সহ বিষয়ভিত্তিক শূন্যপদের পৃথক তালিকাও দেওয়া হয়েছে, যাতে প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিতে পারেন।

জেলাভিত্তিক শূন্যপদ:

  • দক্ষিণ ২৪ পরগনা: ১,৪৭১
  • হুগলি: ১,২১২
  • নদিয়া: ৯০৬
  • কলকাতা: ৯৪৭
  • পূর্ব বর্ধমান: ৯২৮
  • বীরভূম: ৮৬০
  • মুর্শিদাবাদ: ৭৮৮
  • পশ্চিম মেদিনীপুর: ৭৪৪
  • মালদহ: ৬৯৯
  • পশ্চিম বর্ধমান: ৪৮৬
  • জলপাইগুড়ি: ৪৫৮
  • কোচবিহার: ৫৩৫
  • পুরুলিয়া: ৫২৪
  • দক্ষিণ দিনাজপুর: ৩৩৬
  • উত্তর দিনাজপুর: ২৩৭
  • আলিপুরদুয়ার: ২৩৭
  • ঝাড়গ্রাম: ১৮০
  • হাওড়া: ১৫০
  • শিলিগুড়ি: ১৪৯
  • বাঁকুড়া: ৯৭৮
  • পূর্ব মেদিনীপুর: ৭৬

West Bengal Primary Teachers Recruitment Begins

আরও পড়ুনঃ ২০২০-র আগে মাদ্রাসায় চাকরি বৈধ তো? বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে

পর্ষদ জানিয়েছে, সরকারি পোষিত ও সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় ছাড়াও জুনিয়র বেসিক স্কুলগুলিতে সহকারী শিক্ষক পদে এই নিয়োগ করা হবে (West Bengal Primary Teachers Recruitment)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিয়োগপদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তর এতদিন বন্ধ ছিল, সেই কারণেই এই বিজ্ঞপ্তির দিকে আগ্রহ আরও বেশি। তবে শূন্যপদের সংখ্যা নিয়ে অসন্তোষ তীব্র তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।