এবার ইডির র‍্যাডারে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, বাজেয়াপ্ত পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশনের ৩০ কোটি টাকার জাহাজ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রের (Pankaj Mishra) বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে। এবার ইডি একটি জাহাজ আটক করেছে। পঙ্কজ মিশ্রের নির্দেশে এই জাহাজটি অবৈধ খননের কাজে ব্যবহার করা হচ্ছিল। এই জাহাজর মোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা।

বেআইনি খনন সংক্রান্ত তদন্তে ইতিমধ্যেই পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। এবার মঙ্গলবার তাঁরা এই জাহাজটি আটক করেছে। এর নাম M.V.Infralink-III। এর রেজিস্ট্রেশন নম্বর WB 1809।

ইডি-র তরফে জানানো হয়েছে, কোনও অনুমতি ছাড়াই বেআইনিভাবে চালানো হচ্ছিল এই জাহাজটি। সাহেবগঞ্জ, শুকরগড় ঘাট থেকে পারমিট নেয়নি। জানা গিয়েছে, রাজেশ যাদব ওরফে দাহু যাদবের নির্দেশেই এই জাহাজটি চলছিল। পঙ্কজ মিশ্র ছিলেন দাহু যাদবের সহযোগী। অবৈধ খনন করে উত্তোলন করা ছোট-বড় পাথর পরিবহনে এসব জাহাজ ব্যবহার করা হত। জাহাজটি দাম ৩০ কোটি টাকা। ২৬ জুলাই এর মালিকের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।

এর আগে, ইডি অবৈধ খননের সাথে জড়িত দুটি পাথর ক্রাশার বাজেয়াপ্ত করেছিল। এই দুটি ক্রাশার মা আম্বা স্টোন ওয়ার্কসের। এর মালিক বিষ্ণু যাদব এবং পবিত্র যাদব। এ ছাড়া অবৈধ খনির সঙ্গে জড়িত তিনটি HYVA ট্রাকও জব্দ করা হয়েছে। এগুলোর জন্য কোনও মাইনিং চালান ছিল না বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রকে ১৯ জুলাই বেআইনি খননের অভিযোগে গ্রেপ্তার করেছিল ইডি।

vessel worth rs 30 crore1

ED এর আগে PMLA আইন ২০০২-র অধীনে হেমন্ত সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্র, দাহু যাদব এবং তাদের সহযোগীদের ৩৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ১১.৮৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল। এর আগে, ইডি সাহেবগঞ্জ, বারহাইত, রাজমহল, মির্জা চৌকি এবং বারহারওয়াতে ১৯টি জায়গায় তল্লাশি চালিয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর