বাংলা হান্ট ডেস্ক: আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। রাজ্য জুড়ে তেজ বাড়াচ্ছে বর্ষণ। এরই মধ্যে শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ সহ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি। আজ প্রায় রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আজ থেকে উত্তরে আরও বাড়বে বৃষ্টির পরিমান।
শনিবারের পাশাপাশি রবিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। উত্তরের বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে আজ ও আগামীকাল কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: পার্থর জীবনে নেমে এল গভীর অন্ধকার! প্রাক্তন মন্ত্রীকে ‘অতীত’ করে জায়গা নিল ‘এই’ হেভিওয়েট
দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া আজ রাতের দিকে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: নাছোড়বান্দা! এজলাসে ঢুকে খোদ বিচারপতি গাঙ্গুলিকে করে তুললেন অতিষ্ঠ, কে সে ব্যক্তি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা সেই স্থানেই থাকবে।