বাংলা হান্ট ডেস্ক: ১৫ই অগাস্টের দিন কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার তাপের কারণে অস্বস্তি। তবে আবহাওয়ার (West Bengal Weather) দফতর সূত্রে খবর, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহে শুরু বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ বলে জানিয়েছে হাওয়া অফিস। একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা সেই স্থানেই থাকবে। এর জেরে দুই বঙ্গে বৃষ্টি হবে।
আবার ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে যেটি বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে ফলে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তার আগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ‘কেন মণিপুরের মতো টিম পাঠাচ্ছে না! ওর দায়িত্ব নেই?’, যাদবপুর ইস্যুতে মমতাকে তোপ দিলীপের
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দু তিনদিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
আরও পড়ুন: হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, জমজমাট অনুষ্ঠান! রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়।