বাংলা হান্ট ডেস্ক: তীব্র ঠান্ডার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সমানে তাপমাত্রা নামছে। প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার নয়া রেকর্ড। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। (South Bengal Weather)
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জমিয়ে শীতের আমেজ। শনিবার চলতি মরসুমের শীতলতম দিন তিলোত্তমায়। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের কামড় চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি নামতে পারে আগামী তিন দিনে।

রাজ্যজুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আর হুড়মুড়িয়ে ঢুকছে উত্তুরে হাওয়া। যার কারণে তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের হাত থেকে রেহাই নেই কয়েকদিন। আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যেই।
তবে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট মোটেও কমবে না অর্থাৎ বর্ষবরণেও দোসর কনকনে ঠান্ডা। আপাতত আগামী কয়েক দিন রাতের তাপমাত্রার পাশাপাশি নেমে যাবে দিনের বেলার পারদও। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। ইতিমধ্যেই একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, ২৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী সাতদিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।
আরও পড়ুন: স্কুল বদল নিয়ে বড় সিদ্ধান্ত! নবম–দশমে ভর্তির নতুন নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীতের পাশাপাশি ভয় ধরাচ্ছে কুয়াশা। উত্তরের অধিকাংশ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরেও কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকছে। আগামী ৫–৬ দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে।












