বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরে এসেও উত্তুরে হওয়ার দাপট সেভাবে নেই। সকালের দিকে শিরশিরানি হলেও বেলা বাড়তেই দক্ষিণে (South Bengal Weather) বাড়ছে অস্বস্তি। ফ্যানও চালাতে হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে এসে। বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে শীত হানা দেবে? কবে নামবে তাপমাত্রা? এবার এরই উত্তর দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীত তো দূর, উল্টে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। এর জেরে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। যদিও দু-একটি জেলাতেই শুধুমাত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলের ৩ জেলায় বর্ষণের সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। বাকি সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না।
১০ তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। অর্থাৎ শীত কামড় বসাতে পারে নভেম্বরের মাঝামাঝিতেই। তার আগে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি। আগামী ৪-৫ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো জেলাতে।
আরও পড়ুন: ‘এই জন্যই বাংলার ছেলেমেয়েরা বাইরে যেতে বাধ্য হচ্ছে’, ভরা এজলাসে বিরাট মন্তব্য প্রধান বিচারপতির
শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও। দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে ১০ তারিখ। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।