বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই খুলবে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য? আগামী সোমবার, ৮ই সেপ্টেম্বর, দুপুর ২টোয় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে এই মামলা শোনার জন্য।
ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট | Dearness Allowance
সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারের ডিএ মামলাটি “পার্ট হার্ড” (Part Heard) হিসেবে চিহ্নিত হয়েছে। এর অর্থ, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে, সেই বেঞ্চই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে।
সুপ্রিম কোর্টের ১১-তে এই বিশেষ বেঞ্চ ডিএ মামলাটি উঠবে আগামী ৮ সেপ্টেম্বর। জানা যাচ্ছে ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এখন সকলের নজর থাকবে সোমবারের শুনানির দিকে। ডিএ মামলা কোন মোড় নেয় সেই দিকে চেয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
এখানে একটি বিষয় হল, ৮ তারিখ ডিএ মামলার দুপুর দুটোর পরে উঠবে। তবে আগে যে মামলার শুনানি হবে, সেটি ‘পার্ট-হার্ড ম্যাটার’। অর্থাৎ, মামলাটির শুনানি আগে শুরু হয়েছে, যা বর্তমানে অসমাপ্ত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না। সেক্ষেত্রে কী ডিএ মামলা ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে বাড়ছে উদ্বেগ।
আরও পড়ুন: “১৯৫৮ জন দাগি, নাম লুকোচ্ছে কমিশন”, SSC পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু
উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পাল্টা আদালত অবমাননার মামলা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। বকেয়া ডিএ সংক্রান্ত মূল মামলার সঙ্গে তিনটি আদালত অবমাননার মামলাও যুক্ত রয়েছে সুপ্রিম কোর্টে।