এগিয়ে এল দিনক্ষণ? DA মামলার চূড়ান্ত শুনানি কবে, বিরাট আপডেট সামনে আপডেট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলার (Dearness Allowance) শুনানির দিনক্ষণ সামনে এল। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, বেঞ্চ পরিবর্তন হয়েছে। অগাস্টে পরপর দু’বার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ার পর এই শুনানির দিকে নজর থাকবে সকলের।

ডিএ মামলার চূড়ান্ত শুনানির সম্ভাবনা বৃহস্পতিতে | Dearness Allowance

সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় গতকাল শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের আইনজীবীদের তরফে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আর্জি ছিল, আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার শুনানি রাখা হোক। যদিও গতকাল এই মামলার পরবর্তী দিনক্ষণ সম্পর্কে জানা যায়নি।

সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট তরফে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৫। ওই দিন দুপুর ২টো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছিল, সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনও সোম বা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এবার যা আপডেট সামনে এল তাতে দেখা যাচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার।

dearness allowance (7)

মনে করা হচ্ছে ১১ তারিখই এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। উল্লেখ্য, এই মামলাটিকে এখন “পার্ট-হার্ড” (Part-Heard) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ, মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে এবং এর চূড়ান্ত শুনানিও সেই বেঞ্চেই হবে।

এই মামলাটি বিচারপতি পূর্বে সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল। এবার তাতে পরিবর্তন আনা হয়েছে। এই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর নতুন বেঞ্চে।

dearness allowance

আরও পড়ুন: ৬ ঘন্টায় পৌঁছে দেবে কলকাতা থেকে মুম্বই, চালক ছাড়াই ছুটবে এই বুলেট ট্রেন! কবে চালু হচ্ছে এদেশে?

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত।