‘DA মামলায় পঞ্চম বেতন কমিশনের..,’ চূড়ান্ত শুনানির আগেই বড়সড় আপডেট সামনে

Published on:

Published on:

dearness allowance(5)

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। (Dearness Allowance)। সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট তরফে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৫। এইদিনই চূড়ান্ত শুনানি হবে বলে আশাবাদী সরকারি কর্মীরা। এরই মধ্যে বড়সড় দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ডিএ মামলায় জয় নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা | Dearness Allowance

ভাস্করবাবু বলেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগে আইনজীবী গোপাল সুব্রমনিয়ামের সঙ্গে আলোচনা করা হবে। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের জয় নিশ্চিত। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে আগামী ১১ সেপ্টেম্বর ফের ডিএ মামলা ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও দিনক্ষণ জানায়নি শীর্ষ আদালত।

রাজ্য সরকারি কর্মীদের আশা, ইতিমধ্যে ছয়বার তারা ডিএ মামলায় জয়লাভ করেছেন। সুপ্রিম কোর্টেও সপ্তমবারের জন্য জয় আসবে। কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিমের কথায়, বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মীদের জয় হবেই।

জানা গিয়েছে, ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে এদিনই এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। উল্লেখ্য, এই মামলাটিকে এখন “পার্ট-হার্ড” (Part-Heard) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ, মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে এবং এর চূড়ান্ত শুনানিও সেই বেঞ্চেই হবে।

আরও পড়ুন: ভিনধর্মী হয়েও করেন গণেশ পুজো, সলমনের গণপতি আরাধনার ভিডিও দেখে আপ্লুত ভক্তরা

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত। জানিয়ে রাখি, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর নতুন বেঞ্চে সেপ্টেম্বরের শুরুতে এই মামলা শুনানির জন্য উঠবে।