ডিএ মামলায় খারাপ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য!

Published on:

Published on:

dearness allowance 7(1)

বাংলা হান্ট ডেস্কঃ ফের তারিখ পে তারিখ? সোমেও সুপ্রিম কোর্টে হল না মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ ডিএ মামলার শুনানিতে রাজ্যের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বলের সওয়াল করার কথা ছিল। কপিল সিব্বল এদিন জানিয়েছেন, এই মামলায় সওয়াল করতে আরও দু’দিন সময় চাই।

ডিএ মামলায় অপেক্ষা বাড়ছে সরকারি কর্মীদের | Dearness Allowance

জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে উঠবে। এই নিয়ে পরপর তিনবার শীর্ষ আদালতে পিছল মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। গত ৪ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতি দিনই শুনানি চলেছে ডিএ মামলার। তবে তারপর আর এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে নি।

এদিনই ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে মনে করা হচ্ছিল তবে তা হল না। ফের বাড়ল অপেক্ষা। ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। সোমবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠার কথা ছিল।

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত। তবে দিন দিন তাঁদের অপেক্ষা সমানে বাড়ছে।

dearness allowance (3)

আরও পড়ুন: পুজোয় বৃষ্টিতে ভিজলেও টলবে না সাজ, জেনে নিন মেকআপ টিকিয়ে রাখার সেলিব্রিটি ট্রিকস

উল্লেখ্য, এর আগে এসআইআর (SIR) মামলায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল উপস্থিত থাকার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে এদিন অন্য কোনও সাংবিধানিক বেঞ্চের মামলা তালিকাভুক্ত না থাকায় ডিএ মামলার শুনানি নিয়ে আশাবাদী ছিলেন সরকারি কর্মীরা। তবে রাজ্যের তরফে আবেদনে এদিন পিছিয়ে গেল মহার্ঘ ভাতা মামলা।