সোমেও হল না শুনানি! DA মামলা কবে উঠবে সুপ্রিম কোর্টে? সামনে এল ‘চূড়ান্ত’ দিনক্ষণ

Published on:

Published on:

dearness allowance(26)

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান হল না।সোমেও সুপ্রিম কোর্টে হল না মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে উঠবে। এই নিয়ে পরপর তিনবার শীর্ষ আদালতে পিছল মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা।

ফের পিছল ডিএ মামলা | Dearness Allowance

এদিনই ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে মনে করা হচ্ছিল তবে তা হল না। ফের বাড়ল অপেক্ষা। ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। সোমবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠার কথা ছিল।

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত। তবে দিন দিন তাঁদের অপেক্ষা সমানে বাড়ছে।

dearness allowance (9)

সবিস্তারে আসছে…