মঙ্গলে পিছিয়েছে DA মামলা, চূড়ান্ত শুনানি কবে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট

Published on:

Published on:

dearness allowance (9)

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্টে পরপর দু’বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) শুনানি। সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। সেই মত শুনানির দিন পিছিয়ে দেয় শীর্ষ আদালত।

ডিএ মামলার চূড়ান্ত শুনানি কবে? Dearness Allowance

শোনা গিয়েছিল, সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনও সোম বা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বললেন, আগামী শুক্রবার বা সোমবার বকেয়া ডিএ মামলা শেষ করার আভাস মিলেছে।

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে যে কোনও শুক্রবার বা সোমবার টানা শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল পার্ট-হার্ডের প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

কনফেডারেশনের সাধারণ সম্পাদকের আশা, কিছুটা দেরি হলেও জয় ছিনিয়ে আনবেন তারা। উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

dearness allowance(16)

আরও পড়ুন: সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আবেদন, রাজ্যের নিদান ‘টোটো চালান’! ক্ষুব্ধ বিচারপতি সিনহা দিলেন বড় নির্দেশ

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোমবার বলেন, ‘একদিনের শুনানিতেই এটা নিস্পত্তি হবে। গত তিন বছর ধরে মামলাটা শোনাই হয়নি। এখন সেই পরিণতি নয়। এখন মামলাটা শেষের দিকে চলে এসেছে শুধুমাত্র একটা দিনের শুনানি বাকি আছে। সরকার পক্ষ থেকে একটু বক্তব্য বাকি আছে আর আমাদের পক্ষ থেকে একটু উত্তর দেওয়ার আছে। যেদিনই শুনানি হবে সেদিনই মামলাটা শেষ হবে। এবং মামলার রায় আমাদের পক্ষেই যাবে বলে মনে করছি। কোনও অন্তর্বর্তী নির্দেশ নয় এখন যা হচ্ছে একশো শতাংশ বকেয়ার জন্যই হচ্ছে।’