DA মামলার শুনানি নিয়ে সংশয়!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যত দিন এগিয়ে আসছে ততই ডিএ মামলা (Dearness Allowance) নিয়ে বাড়ছে আশঙ্কা। সব ঠিক থাকলে মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টে ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি হতে পারে। তিন বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

DA মামলার শুনানি মঙ্গলে | Dearness Allowance

এর আগে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। এবারেও কী সেরম কিছুই হতে চলেছে? আশঙ্কা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।
সুপ্রিম কোর্ট তরফে প্রকাশিত ‘কজ লিস্ট’ অনুযায়ী মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলছে।

জানা যাচ্ছে, ২২ তারিখ ৫১ নম্বরে ডিএ মামলা উঠবে। ‘হাই অন বোর্ড’-এ সেই মামলা উঠতে চলেছে। ডিএ মামলাটি ক্রম তালিকায় একেবারে শেষে ৫১ নম্বরে রয়েছে। ক্রমতালিকায় আগে থাকা মামলাগুলির শুনানি শেষ হওয়ার পর আদৌ ডিএ মামলার শুনানি হবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।

Dearness Allowance DA arrear case next hearing probable date by Supreme Court website

পূর্বে সময়াভাবে বেশ অনেকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে। মঙ্গলবারও যদি এই মামলার শুনানি সময়ের অভাবে না হয় তাহলে ফের পিছিয়ে যাবে ওই মামলার শুনানি। প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীডের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষ বার শুনানির জন্য উঠেছিল।

আরও পড়ুন: বৃষ্টি টাটা! এক ধাক্কায় ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, আজ ভিজবে কেবল এই দুই জেলা

dearness allowance

এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ডিএ মামলার বিস্তারে শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে মামলাটি আর ওঠে নি। এবারে সরকারি কর্মীদের জন্য আশার খবর হল, কজ লিস্টে ৫০ এবং ৫১ নম্বর মামলা দু’টির ক্ষেত্রে ‘ টেকন আপ হাই অন দ্য বোর্ড’ বলে উল্লেখ রয়েছে। এবারে ডিএ মামলা শুনবেন তিন বিচারপতি। মামলাটি ৩ জন বিচারপতির বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X