বাংলা হান্ট ডেস্কঃ গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ২০২৫ পেরিয়ে বর্তমানে ২০২৬। শীতকালীন ছুটির পর ৫ জানুয়ারি আদালত খুলে গেলেও এখনও ডিএ মামলা সংক্রান্ত কোনো আপডেট নেই।
ডিএ ইস্যুতে উত্তপ্ত কর্মচারী সমাজ | Dearness Allowance
সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ ইস্যুতে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ডিএ দেওয়া ম্যান্ডেটারি নয়। তবুও আমরা প্রতি বছর ৮ শতাংশ হারে ডিএ দিই।” এই নিয়ে এবার কড়া বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে মলয়বাবু বলেন, “মাননীয়া এর আগেও ২০২৩ সালে বিধানসভায় বসে বলেছিলেন যে ডিএ ঐচ্ছিক এবং গত ১৮ তারিখ ধনধান্য অডিটোরিয়াম থেকে বললেন, প্রতি বছর ৮% করে ডিএ দেওয়া হয় এবং ডিএ বাধ্যতামূলক নয়। আসলে উনি এসব কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কারণ আমরা সরকারি কর্মীরা জানি যে বর্তমানে কত শতাংশ ডিএ দিচ্ছে।”
মলয়বাবু বলেন, “২০২০ সালের ১লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে গত ৫ বছরে রাজ্য সরকার মাত্র ৫টি কিস্তিতে ডিএ দিয়েছে। প্রথমে ৩% তারপর যথাক্রমে ৩%, ৪%, ৪%, এবং ৪%। ২০২৪ সালে দু’কিস্তি ডিএ দেওয়া হয়েছে (৪+৪)=৮ শতাংশ। কারণ ২০২৪ সালে লোকসভা ভোট ছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে দিয়েছে ৪ শতাংশ। সবমিলিয়ে ১৮ % ডিএ দেওয়া হয়েছে।”
কেন্দ্রের তুলনা টেনে মলয়বাবুর বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। মলয়বাবু আরও বলেন, মামলা এখনও সর্বোচ্চ আদালতে। সেখানে মুখ্যমন্ত্রী কি করে বলেন আমি ৮% করে ডিএ দিচ্ছি? এরপরই সরকারি কর্মচারী সংগঠনের নেতা বলেন, ‘এই সরকার যদি আগামী নির্বাচনে জিতে আসে তাহলে কিন্তু আমরা পেনশন পাব কি না সেই নিয়ে সন্দেহ আছে। কারণ ক্যালকাটা কর্পোরেশনে পেনশন পাচ্ছে না।’

আরও পড়ুন: বৃহস্পতিতেও রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে আর কতদিন শীত? জানাল আবহাওয়া দপ্তর
তিনি আরও বলেন, ২০২৫ সালে এপ্রিলে এক কিস্তির পর আর একবারও ডিএ দিল না সরকার। দেখবেন ২৬ সালে ভোটের মুখে এক কিস্তি ডিএ ঘোষণা করবে। পাশাপাশি মলয়বাবুর আশা, ডিএ মামলার রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে। তিনি আরও বলেন, ‘আশা করছি জানুয়ারি মাসে ডিএ মামলার রায় হবে।’












