বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর গড়িয়ে ডিসেম্বর, ডিএ (Dearness Allowance) মামলার রায়দান কবে হবে? সরকারি কর্মীদের নজর এখন শুধুমাত্র সেদিকে। উল্লেখ্য, চলতি বছর গত ৮ই সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case) শুনানি সম্পন্ন হয়েছিল। তারপর দীপাবলি, উৎসবের পালা শেষ নভেম্বর মাসও শেষ। অথচ রায় নিয়ে কোনও আপডেট নেই। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের উদ্বেগ বাড়ছে।
ডিএ মামলার রায় কি আদৌ চলতি বছর সামনে আসবে? Dearness Allowance
সম্প্রতি বিশিষ্ট আইনজীবী প্রবীর বাবু বিশেষ ইঙ্গিত দিয়েছেন এনিয়ে। ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে তিনি জড়িয়ে রয়েছেন। বিচারব্যবস্থার ওপর আস্থা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, রায়দানে বিলম্ব হলেও নিরাশ হওয়ার মতো কোনও কারণ নেই।
আরও পড়ুন: ভাইরাল যুগল! পণ্যবাহী ট্রেনের নিচে বসে ঘনিষ্ঠ মুহূর্ত, ভিডিয়ো যাচাই করতেই উঠে এল সম্পূর্ণ অন্য সত্য
আইনজীবী বলেন, রায় বিলম্বের পেছনে একটি ইতিবাচক দিক রয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে, তা ‘ঐতিহাসিক’ হতে পারে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, যেহেতু লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য এর সঙ্গে যুক্ত এবং এর প্রভাব সুদূরপ্রসারী, তাই বিচারপতিরা হয়তো এর প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।
ব্যক্তিগত মতামত জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। উল্লেখ্য, আগামী ১৯শে ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। তার আগে এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও সুপ্রিম কোর্ট থেকে কোনও আপডেট মেলেনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ভয়ঙ্কর ‘খেল’ দেখাবে আবহাওয়া, জারি সতর্কতা, দক্ষিণবঙ্গ নিয়ে কি আপডেট?
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে নভেম্বর শেষ হতে চললেও রায় এখনও সামনে আসে নি। বর্তমানে “Heard and Reserved” রয়েছে। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে।












