বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক পড়ুয়ার কাছেই স্কলারশিপ (Scholarship) হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বিশেষত গরিব অথচ মেধাবী পড়ুয়ারা স্কলারশিপের মাধ্যমেই তাঁদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেন। এমতাবস্থায়, বর্তমান সময় ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক স্কলারশিপের ব্যবস্থা শুরু হয়েছে। তবে, সেগুলির মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পাশাপাশি, এটি পড়ুয়াদের কাছেও একটি পরিচিত স্কলারশিপ হিসেবে পরিগণিত হয়।
অনেকে এই স্কলারশিপকে বিকাশ ভবন স্কলারশিপ নামেও চেনেন। প্রত্যেকবছরই যোগ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত করা হল। যা নিঃসন্দেহে কাজে আসবে পড়ুয়াদের। শুধু তাই নয়, এই স্কলারশিপের জন্য যাঁরা আবেদন পুনর্নবীকরণ করতে চান তাঁরা আজকের মধ্যেই অর্থাৎ ৭ জুলাইয়ের মধ্যেই তা করে ফেলুন। কারণ, এটাই হল এই প্রক্রিয়ার শেষ দিন।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে যাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাঁরা বৃহস্পতিবার অর্থাৎ ৭ তারিখ পর্যন্ত তাঁদের আবেদন পুনর্নবীকরণ করতে পারবেন।
কোন কোন পড়ুয়ারা এই পুনর্নবীকরণ করতে পারবেন?
খবর অনুযায়ী জানা গিয়েছে, মূলত, একদশ শ্রেণির পাশাপাশি, দ্বাদশ শ্রেণি ও স্নাতকস্তরের পড়ুয়ারা তাঁদের আবেদন পুনর্নবীকরণের সুযোগ পাবেন।
পুনর্নবীকরণের পদ্ধতি:
এই পুনর্নবীকরণের জন্য আবেদনকারীকে প্রথমে https://svmcm.wbhed.gov.in/- এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “Renewal Application”-এর অপশনটি পাওয়া যাবে। এরপর রেজিস্ট্রার্ড লগ ইন আই-ডি ব্যবহার করে প্রবেশের পর পড়ুয়াদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। আর সেই তথ্যগুলোকেই পূরণ করতে হবে সেখানে।
এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?
স্কলারশিপ সংক্রান্ত ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, কেবলমাত্র নির্দিষ্ট নম্বরের ভিত্তিতেই পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। পাশাপাশি, পড়াশোনার স্তর অনুযায়ী, নম্বরের সীমা রয়েছে আবেদনের ক্ষেত্রে। অর্থাৎ, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে পড়ুয়াদের মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, স্নাতক স্তরের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ থাকতে হবে ছাত্রছাত্রীদের।
কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপে?
এই স্কলারশিপে যোগ্য পড়ুয়ারা একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্রতি মাসে ১ হাজার টাকা স্কলারশিপের সুবিধা পাবেন। অপরদিকে, স্নাতকস্তের পড়ুয়ারা প্রতি মাসে ১ থেকে ৫ হাজার পর্যন্ত টাকা পেতে পারেন। তাই, সময় নষ্ট না করে আজই এই স্কলারশিপের আবেদন পুনর্নবীকরণ করে নিন।