মমতার দাওয়াই! সমস্যা সমাধানে তড়িঘড়ি কড়া নির্দেশিকা জারি করল পরিবহণ দফতর

বাংলা হান্ট ডেস্কঃ পরিবহণ দফতরের (West Bengal Transport Department) সমস্যা সমাধানে এবার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে জমা পড়া একাধিক অভিযোগের সুরাহা করতে এবার পরিবহণ দফতরকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের সমস্যার কথা জানিয়ে একাধিকবার পরিবহণ দফতরে অভিযোগ ঠুকেছেন। তবে সেই সকল সমস্যার বিন্দুমাত্র সুরাহা হয়নি।

মমতার নির্দেশে তড়িঘড়ি পদক্ষেপ (Mamata Banerjee)

সম্প্রতি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে ফোন করে পরিবহণ ব্যবস্থা নিয়ে বেশ কিছু অভিযোগ জানান দফতরের কর্মীরা। সেকথা মুখ্যমন্ত্রীর কানে যেতেই এল কড়া নির্দেশ। আর তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। ইতিমধ্যেই সমস্যাগুলি সমাধানের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলেন পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন। সেখানে বলা হয়েছে, পরিবহণ দফতরের নোডাল অফিসারদের অভিযোগ নিয়মিত গ্রহণ করে তা দফতরে পাঠাতে হবে। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে।

কিছুদিন আগেই নবান্নে পরিবহণ দফতরের একটি বৈঠকও হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ কলকাতা পুলিশের অফিসাররা। ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

চলতি মাসের শুরুতে সেই বৈঠকের পরেই পরিবহণ দফতরের সমস্যা সমাধানে নির্দেশিকা জারি করলেন সচিব সৌমিত্র মোহন। গতকালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, নোডাল অফিসাররাই সমস্ত অভিযোগ যাচাই করবেন। রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) পরিবহণ সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাবেন। প্রয়োজনে সেখানে তারা নিজেদের মতামতও জানাবেন।

Government of West Bengal decision on bus

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে এবার সামনে রুমা দাসের নাম! কে এই মহিলা? তোলপাড় করা তথ্য ‘ফাঁস’

এরপর অভিযোগ পেলে মুখ্যমন্ত্রীর দফতর তা খতিয়ে দেখার পর নোডাল অফিসার তা আরটিও এবং অ্যাসিসট্যান্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে পাঠাবে। কোনও অভিযোগ গ্রহণযোগ্য না হলে সেই বিষয়েও স্পষ্ট জানাতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর