গরমের ছুটি নিয়ে কী জানাল রাজ্য? কবে খুলছে স্কুল? বিভ্রান্ত না হয়ে দেখুন শিক্ষাদপ্তরের বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ ফের পিছিয়ে গেল স্কুল খোলার দিন। রাজ্যের স্কুলে আরও বাড়ল ‘গরমে’র ছুটি(Summer Vacation)। ৩ জুন তারিখেই খুলে দেওয়া হবে রাজ্যে স্কুলগুলি। এমনই কথা ছিল। তবে সোমবার নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর জানিয়েছে ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়াদের এখনই যেতে হবে না। তারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন। সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে স্কুলগুলি পড়ুয়াদের জন্য খোলা হবে না। বেশির ভাগ শিক্ষকই বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছেন। অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ১ জুন রয়েছে শেষ দফার ভোট। বিভিন্ন স্কুলে স্কুলে ভোটদান চলছে। ভোটকর্মী’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে স্কুলে ঠাঁই নিয়েছে।

ভোটে ব্যবহারের কারণে স্কুলের অন্দরসজ্জা কিছুটা অগোছালো হয়ে রয়েছে। ৩ জুন স্কুল খুলে গেলে শিক্ষক ও অশিক্ষককর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত কিছু গুছিয়ে রাখবে। এরপর ১০ তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।

summer vacation 5

আরও পড়ুন: ‘মুসলিম না, ফিরহাদ শুধুমাত্র মুসলমানের অভিনয় করেন’, মেয়রকে নিয়ে বিস্ফোরক অধীর

তবে মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন।এরই মধ্যে জানানো হয়েছে ৩ জুন তারিখেই খুলে দেওয়া হবে রাজ্যে স্কুলগুলি। আগামী ১০ জুন থেকে ফের স্বাভাবিক ছন্দে পড়ুয়ারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর