বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল কালীপুজো। তার পূর্বে ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল সহ পরবর্তী তিন দিন আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, সেই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। এক্ষেত্রে এর প্রভাবে হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েকটি জেলার ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস : ২০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%
আজকের আবহাওয়া
বাংলা হতে বিদায় নিয়েছে বর্ষা। আর কয়েকটা দিন বাদেই ঢুকে পড়বে শীত। মাঝের সময় সাধারণত মনোরম থাকে পরিবেশ। তবে এর মাঝেই কালীপুজোর সন্ধিক্ষণে বঙ্গোপসাগরের সৃষ্ট ‘সিতরাং’-কে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বাংলায়। এক্ষেত্রে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যদিও এর প্রভাবে অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর বৃষ্টির পরিমাণ ছিল কম। সাধারণত একের পর এক নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। তবে এর মাঝেই ‘সিতরাং’-কে ঘিরে উদ্বিগ্ন মানুষ। এর প্রভাব ঠিক কতটা পড়বে, তা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে চিন্তার কালো মেঘ দেখা দেয় মানুষের মনে। তবে সকলকে স্বস্তি দিয়ে আবহাওয়া অফিসের বড়সড় আপডেট, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে ক্ষয়ক্ষতির কোন রকম আশঙ্কা নেই। কোন কোন প্রান্তে ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের কোনরকম সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল কলকাতা সহ অন্যান্য একাধিক জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হলেও এক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাপমাত্রা স্বাভাবিকের পাশাপাশি থাকবে।
সাইক্লোন আপডেট
গভীর নিম্নচাপের জেরে আজ থেকেই ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বাংলায় বৃষ্টিপাত শুরু হবে ২৪ অক্টোবর থেকে, প্রভাব থাকবে ২৬ অক্টোবর অবধি। রাজ্যের উপকূলবর্তী এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।