ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুর দিকে তেমন একটা বৃষ্টিপাত না হলেও সপ্তাহের শেষে যে সেই অভাব পূরণ হবে, সে বিষয়ে আগাম জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতোই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোনো কোনো স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানা গিয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টিপাত হবে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
ভাদ্র মাসের শুরুতে খুব একটা বৃষ্টিপাতের সাক্ষী থাকেনি মানুষ। বরং রোদ এবং মেঘের লুকোচুরিতে আদ্রতা বেশ খানিকটা অংশে বৃদ্ধি পায়। তবে এর মাঝেই গতকালের মতো আজও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
কখনো বর্ষার প্রভাবে তো কখনো আবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হলেও এখনো পর্যন্ত তা কখনোই পর্যাপ্ত রূপ নেয়নি। এ বছর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ গত বছরগুলোর তুলনায় যথেষ্ট কম। গত কয়েকদিনেও বৃষ্টি এক প্রকার হয়নি বললেই চলে। তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় যে বিরাট পরিবর্তন আসতে চলেছে, সে বিষয়ে আগে থেকেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতো আজ শহর কলকাতার পাশাপাশি জেলার বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশ খানিকটা নিয়ন্ত্রণে থাকতে চলেছে।

অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের অভাব একপ্রকার চোখে পড়েনি বলা চলে। জুন মাসের শুরু থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকে মানুষ। মাঝের কয়েকদিন ঘাটতি দেখা গেলেও গত দুদিন ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দিনাজপুরের একাধিক প্রান্তে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়ে চলেছে। আগামী সোমবার পর্যন্ত সেই ধারা চলবে বলে জানা গিয়েছে।

Untitled design 2022 08 24T090339.024

আগামীকালের আবহাওয়া 
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা না থাকলেও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে অধিক বৃষ্টিপাতের কারণে স্বস্তি মিলবে মানুষের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর