বাংলা হান্ট ডেস্ক: হালকা শীতের আমেজে গাঁ ভাসাচ্ছে রাজ্যবাসী। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জায়গাতেই ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili) খুব একটা প্রভাব পড়েনি। তবে সত্যিই কী কেটেছে দুর্যোগ? আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে কী না সেই নিয়ে কোনও আপডেট এখনও মেলেনি।
মঙ্গল থেকেই পারদ পতন
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই দুই বঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের পর ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! কলকাতার তাপমাত্রা নামবে ১৮ ডিগ্রিতে, IMD-র ভয়ঙ্কর আপডেট
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কমবে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আজকের রাশিফল ২০ নভেম্বর সোমবার, মহাদেবের কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে তিন রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
সোমবার উত্তরবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বর্ষণের সম্ভাবনা। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলা গুলির তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না।