IPL খেলার দরকার নেই! ১ লাখ দর্শককে চুপ করিয়ে কি রোহিতকে খোঁচা দিলেন অজি নেতা কামিন্স?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে যারা প্যাট কামিন্সকে (Pat Cummins) সারাক্ষণ নজরে রেখে দিয়েছেন তারা বুঝবেন যে তিনি কাল কতটা ভালো অধিনায়কত্ব করেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে (India vs Australia)। প্রত্যেক ভারতীয় ব্যাটারের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। আর অধিনায়ক কামিন্স সেগুলির সঠিক বাস্তবায়ন ঘটিয়েছে। তাই শুরুতে রোহিত (Rohit Sharma) মারমুখী ব্যাটিং করলেও তিনি ঘাবড়ে যাননি, কোহলি-রাহুল জুটি বড় পার্টনারশিপ জুড়ে দিলেও উত্তেজিত হননি।

সত্যি কথা বলতেই নিজেদের পরিকল্পনাটা অত্যন্ত পরিষ্কার ছিল অস্ট্রেলিয়ান অধিনায়কের মাথায়। নিজে গোটা সময়টা সেরকমভাবেই বোলিং করে গিয়েছেন। কখনো কখনো ভারতীয় ব্যাটারদের বোকামি আর কখনো কখনো ভাগ্য তার পাশে দাঁড়িয়েছে। গোটা টুর্নামেন্টে খুব ভালো ছন্দে না থাকলেও ফাইনালে একজন প্রকৃত অধিনায়ক এর মত নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স।

ম্যাচের আগের দিন প্রশ্ন করা হয়েছিল যে ১ লক্ষ ৩০ হাজার দর্শক যখন ভারতীয় পাশে দাঁড়িয়ে গলা ফাটাবে তখন সেই চাপ তাড়া কি করে সামলাবেন। জবাবে কামিন্স বলেছিলেন যে তিনি জানেন কাল গোটা মাঠের ৯৯ শতাংশ অংশ ভারতের সমর্থনে গলা ফাটাবে। কিন্তু তাদের লক্ষ্য থাকবে এক লক্ষ দর্শকের মন ভেঙে গ্যালারিতে নিস্তব্ধতা তৈরি করা। সাধারণত কোনও বড় ফাইনাল এর আগে এত মারাত্মক মন্তব্য কোনও দলের অধিনায়ক করেন না। কিন্তু কামিন্স মুখে বলার পাশাপাশি কাজেও সেই অত্যন্ত কঠিন বিষয়টা সম্ভব করে দেখালেন।

2023 australia win

আরও পড়ুন: বিশ্বকাপ পাননি, কিন্তু টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি এই কিংবদন্তিকে ছুঁলেন কোহলি

এরপর তিনি মুখ খুলে ছিলেন আইপিএল নিয়েও। পরের বছরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বছরের শুরুতে আইপিএল টা গোটা বিশ্বের ক্রিকেটারদের জন্য একটা বড় প্রস্তুতির মঞ্চ হতে চলেছে বলে অনেকেই মনে করেন। তো সেই একই পথে হাঁটছেন না অজি অধিনায়ক।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফি না পেলেও ভারতই চ্যাম্পিয়ন! কিভাবে? বোঝালেন গৌতম গম্ভীর

তিনি জানিয়ে দিয়েছেন আগামী বছরের আইপিএলে তিনি অংশগ্রহণ করছেন না। তার মতে আগামী বছরটা অস্ট্রেলিয়া দলের ওডিআই ও টেস্ট সিরিজে ভর্তি। তাই বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজের আগে ওই সময়টা তিনি বিশ্রামে কাটাতে চান এবং পরিবারকে সময় দেবেন। আইপিএল খেললেই সাফল্য পাওয়া যাবে এমন ধারণায় তিনি বিশ্বাসী নন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর