ভেঙে পড়া অর্থনীতিকে ধরবে মদপ্রেমীরা! বাংলায় ১০ ঘন্টায় বিক্রি ১০০ কোটির মদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক :লকডাউনে (lockdowon) রাজ্যে (westbengal) মদের (alcohol) এর দোকান খুলতেই উপচে পড়ছে ভিড়। করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করেন। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হয়।কিন্তু এদিকে দোকানে ভোর থেকে লাইন লাগায় মদপ্রেমীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ 

এর পরে পরিস্থিতি হাতের বাইরে যেতেই আসরে নামে পুলিশ, আর শুরু হয় বেধড়ক লাঠিলার্জ।কিন্তু দীর্ঘ দিনে মদের স্বাদ না পাওয়ায় তাদের ঔদ্ধ্যত্ব এতটাই বেড়ে যায়, টাতে বাংলায় ১০ ঘন্টায় ১০০ কোটির মদ বিক্রি হয়েছে। এমনকি কালীঘাটে ভীড়ের চোটে ১৪৪ ধারা ভেঙে দেয় মদ প্রেমীরা। আর এতে রাস্তায় মানুষের ভিড় আর দোকানে লম্বা লাইন সাধারণ মানুষের মনে করোনা আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে।

drinks in glasses

সাত ঘন্টায় ৬৫কোটির মদ বিক্রি 

বেলা ১২টা থেকে গত মঙ্গলবার সাতঘণ্টায় বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকার মদ। ৪০ থেকে ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে দেশি ও বিদেশি মদ উভয় ক্ষেত্রেই। কিন্তু রোজ সকালে দোকান খোলার পর থেকে দুপুর তিনটে পর্যন্ত দোকানে খোলা থাকায় যা ব্যবসা হয়েছে টা অবাক করা। আবার খবর মিলেছিলো মদের ডেলিভারি করা হবে অর্ডার দেওয়ার পর তা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

বেশ কিছু জায়গায় বন্ধ মদের দোকান 

কিন্তু রেড জনের অন্তর্ভুক্ত হওয়ায় হাওড়ার বেশ কিছু দোকান খুলতে পারেনি। তবে এখানে চাহিদা থাকলেও এখন মদের দোকানে খোলা সম্ভব নয়। আবার অন্য দিকে রাজ্যের ২,৫০০ মদের দোকানের মধ্যে প্রায় ১৭০০-১৮০০টি খুলেছে। মদের থেকে আসা কোটি টাকার অংক এবার বুঝিয়ে দিলো মদের দোকান থেকে এবার আরো মোটা টাকা আসবে।

সম্পর্কিত খবর

X