বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল (Wet Season) মানেই সময় অসময় বৃষ্টি। তবে কাজের জন্য বাইরে যেতেই হয় আমাদের। মাঝেমধ্যেই বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভেজার কারণে ভিজে যাচ্ছে জামাকাপড় (Clothing)। আর বেশিক্ষণ জামাকাপড় ভেজা থাকা মানেই ছড়িয়ে পড়বে দুর্গন্ধ। জামাকাপড় কাচার পরেও খুব সহজে সে দুর্গন্ধ যেতে যায় না। তবে আর চিন্তা নেই। বেশ কিছু ঘরোয়া টোটকা (Home Remedies) জানলেই মিটে যাবে এই সমস্যা।
জামা কাপড় তো কাচতেই হবে। কিন্তু বর্ষাকালে সেভাবে দেখা পাওয়া যায় না সূয্যি মামার। যখন তখন ঝমঝমিয়ে নেমে যায় বৃষ্টি। এই পরিস্থিতিতে জামা কাপড় শুকনো করা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গৃহিণীদের কাছে। আবার কাঁচা জামা কাপড় ভিজে অবস্থায় রেখে দিলেও পরের দিন তা থেকে দুর্গন্ধ বেরিয়ে যায়। তবে এবার খুব সহজেই এই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। কিভাবে ? সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।
লেবুর ব্যবহার :
বাড়ি ফেরার পথে যদি বৃষ্টিতে ভিজে গিয়ে থাকেন তাহলে প্রথমেই সেই পোশাক ধুয়ে ফেলতে হবে। জামা কাপড়ে দুর্গন্ধ দূর করতে বেশ উপকারী লেবু। তাই ডিটারজেন্ট পাউডারের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর সেই জলে জামা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ পর তা ধুয়ে নিলেই দূর হয়ে যাবে গন্ধ।
সার্ফ জলে ভিজিয়ে রাখুন :
জামা কাপড় কাচার আগে সেগুলি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন সার্ফ জলে। এই পদ্ধতি মেনে চললে খুব সহজেই জামা কাপড়ের ময়লা নরম হয়ে যাবে এবং জামাকাপড় পরিষ্কার হয়ে যাবে। তবে ফেব্রিকের কাজ থাকলে বেশিক্ষণ সার্ফ জলে চুবিয়ে রাখা যাবে না জামাকাপড়।
কাদার দাগ ওঠাবেন কিভাবে :
বৃষ্টির সময় জামাকাপড়ে লাগবেই কাদার দাগ। সার্ফ জলে জামাকাপড় ভেজানোর আগে নরমাল জল দিয়ে খুব ভালো করে সেই দাগ তুলে নিতে হবে। যদি জামাকাপড় মেলার সমস্যা থাকে তাহলে পুরো না কেচে কেবলমাত্র যে জায়গায় কাদার দাগ লেগেছে সে জায়গাটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিন।
এক জায়গায় স্তুপাকারে রাখবেন না জামাকাপড় :
অনেক সময় আমরা একসঙ্গে সপ্তাহান্তে অনেকগুলি ময়লা জামা কাপড় কাচব বলে এক জায়গায় স্তুপাকারে জমা করে রাখি। তবে বর্ষাকালে এই কাজ করা উচিত নয়। আপনি যদি এই কাজ করেন তাহলে জামা কাপড় থেকে বের হতে পারে স্যাঁতস্যাঁতে গন্ধ। তাই সম্ভব হলে প্রত্যেক দিন অল্প অল্প করে জামাকাপড় কাচুন। অথবা স্তুপাকারে জমিয়ে না রেখে সেগুলি ঝুলিয়ে রাখুন দড়িতে।