ডেবিউ-র আগে কোচ গম্ভীরের কাছ থেকে কি পরামর্শ পেয়েছিলেন মায়াঙ্ক? নিজেই ফাঁস করলেন বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম T20 ম্যাচে অভিষেক করেন। মায়াঙ্ক যাদব (Mayank Yadav) IPL-এ তাঁর গতি দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন এবং সেই কারণেই তিনি ভারতীয় দলের হয়েও খেলার সুযোগ পাচ্ছেন। তবে, ওই ম্যাচে অভিষেকের আগে খুব নার্ভাস ছিলেন মায়াঙ্ক। এমতাবস্থায়, তাকে দারুণ পরামর্শ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে, গম্ভীর মায়াঙ্ক যাদবকে তাঁর বেসিক তথা প্রাথমিক বিষয়গুলিতে নিজের অবস্থান বজায় রাখতে বলেছিলেন।

কি জানিয়েছেন মায়াঙ্ক (Mayank Yadav):

জানিয়ে রাখি, মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) আন্তর্জাতিক অভিষেক ছিল বেশ দর্শনীয়। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। তিনি তাঁর প্রথম ওভারে মেডেন বোলিং করেন এবং তারপরে দ্বিতীয় ওভারে বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার মাহমুদউল্লাহকে প্যাভিলিয়নে পাঠান। মায়াঙ্ক তাঁর প্রথম ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নেন। সব মিলিয়ে ভারতের এই তরুণ বোলার ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন।

What advice did Mayank Yadav get from Gautam Gambhir?

“আমি গতির চেয়ে লেন্থের দিকে বেশি মনোযোগ দিয়েছি”: মায়াঙ্ক যাদব (Mayank Yadav) তাঁর আন্তর্জাতিক অভিষেক নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন। ওই গুরুত্বপূর্ণ ম্যাচের পর জিও সিনেমায় কথোপকথনের সময়ে তিনি বলেন, “আজ আমি আমার বডির ওপর আরও ফোকাস দিয়েছি। গতির সাথে বোলিং করার পরিবর্তে, আমার মনোযোগ ছিল লেন্থের দিকে। গতির কথা ভাবিনি। আমি চেষ্টা করেছি চমৎকার লাইন এবং লেন্থ দিয়ে যতটা সম্ভব কম রান দিতে।”

আরও পড়ুন: চিনের গুপ্তচর বেলুন উড়ছিল ভারতের ওপর দিয়ে, খোঁজ পেতেই যা করল বায়ুসেনা, জানলে হবেন অবাক

মায়াঙ্ক (Mayank Yadav) আরও জানান, “কোচ গৌতম গম্ভীর আমাকে বেশি কিছু বলেননি। তিনি আমাকে আমার প্রাথমিক বিষয়গুলিতে ফোকাস করতে বলেছিলেন। তিনি জানান, এতদিন ধরে যা ফল দিয়েছে শুধু তাই কর। তিনি এটাও বলেন যে এটি একটি আন্তর্জাতিক ম্যাচ। তবে, তা নিয়ে খুব আলাদাভাবে ভাবার দরকার নেই। শুধু তোমাকে তোমার প্রসেসের ওপর নজর রাখতে হবে।”

আরও পড়ুন: এই কাজটি শেখা থাকলেই কেল্লাফতে! ১০,০০০ জনকে চাকরি দিতে চলেছে SBI

প্রসঙ্গত উল্লেখ্য, মায়াঙ্ক যাদব (Mayank Yadav) তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একটি বড় রেকর্ড গড়েছেন। এখন তিনি তৃতীয় ভারতীয় বোলার যিনি তাঁর T20 আন্তর্জাতিক অভিষেকে মেডেন ওভার করেছেন। এর আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছিলেন অজিত আগরকার এবং অর্শদীপ সিং।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর