সচিনের একটি পরামর্শেই বদলে গিয়েছে গিলের টেস্ট কেরিয়ার! কী বলেছিলেন “ক্রিকেটের ঈশ্বর”?

Published on:

Published on:

What advice did Sachin Tendulkar give to Shubman Gill cricket?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে টেস্ট, ODI বা T20 যাই হোক না কেন… শুভমান গিল (Shubman Gill) ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে অসাধারণ সাফল্যের পর, আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি ভালো পারফরম্যান্স ববজায় রেখেছেন।

বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে দাপট দেখাচ্ছেন গিল (Shubman Gill):

গিলের নেতৃত্বে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এবং লোকেশ রাহুলের দুর্ধর্ষ সেঞ্চুরির মাধ্যমে ২ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারত ৭৬ রানের লিড দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস মাত্র ৪৪.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়। এদিকে, বর্তমান ভারতীয় টেস্ট অধিনায়ক গিলের এই ফরম্যাটে সফর সহজ ছিল না। সমালোচক এবং বিশেষজ্ঞরা প্রায়শই ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে গিলের খেলার মেজাজ এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু ক্রিকেটের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কিছু আলোচনা এবং একটি কঠিন আন্তর্জাতিক সফরের পর গিলের (Shubman Gill) অসাধারণ পারফরম্যান্স তাঁর সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে।

What advice did Sachin Tendulkar give to Shubman Gill cricket?

জিওহটস্টারের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, গিল (Shubman Gill) এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “ভারতের বাইরে ভালো পারফর্ম করতে না পারার চাপ ছিল। কিন্তু আমার অনুশীলন, মানসিকতা এবং অবস্থান সম্পর্কে আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমি সচিন স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং ম্যাথু ওয়েডের কাছ থেকে স্টিভ স্মিথের ফোন নম্বরও নিয়েছিলাম। তাঁরা দু’জনেই একই কথা বলেছিলেন: ‘সরাসরি ডিফেন্স করো এবং রান করো…”।

গিল স্বীকার করেছেন যে, তিনি টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তথা “ক্রিকেটের ঈশ্বর” সচিন তেন্ডুলকারের পরামর্শ অনুসরণ করেছেন। পূর্বে, গিল প্রায়শই তাঁর ফ্রন্ট-ফুট-ওয়েট ট্রান্সফারের সঙ্গে লড়াই করতেন। এর ফলে তিনি ভালো লেংথ থেকে পেছনের দিকে আসা বলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতেন।

আরও পড়ুন: কবে এশিয়া কাপের ট্রফি পাবে টিম ইন্ডিয়া? ACC-র বৈঠকে মিলল সমাধান?

তবে, “ভারতরত্ন” সচিনের মতো কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর, গিল (Shubman Gill) তাঁর ত্রুটিগুলি সংশোধন করার যথেষ্ট চেষ্টা করেন এবং শক্তিশালী স্ট্রেট ডিফেন্সের সাহায্য নেন। তিনি কেবল তখনই তাঁর হাত ব্যবহার করতেন যখন স্কয়ার-অফ-দ্য-উইকেট স্ট্রোকের জন্য লেন্থ অত্যন্ত প্রয়োজন। এই পরিবর্তনটি দুর্দান্ত ছিল। জানিয়ে রাখি যে, ইংল্যান্ড সফরে ৫ টি টেস্টে গিল ৭৫.৪০ এভারেজে ৭৫৪ রান করেছিলেন। যার মধ্যে অধিনায়ক হিসবে তাঁর প্রথম সিরিজে ৪ টি সেঞ্চুরি ছিল।

আরও পড়ুন: SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! এই দিন থেকে হতে চলেছে বড় পরিবর্তন

এদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ১০৩ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন শুভমান গিল। চতুর্থ সেঞ্চুরি করে তিনি এখন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের সমান। এর পাশাপাশি, গিল ভারতীয় অধিনায়ক হিসেবে তাঁর প্রথম টেস্ট সিরিজে ৪ টি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়ও হয়ে উঠলেন। এই কারণেই শুভমান গিলকে এখন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে।