বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( narendra modi) বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ‘আত্মনির্ভর ভারত অভিযান’ ঘোষণার পর শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ( anand mahindra) এ নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় আনন্দ মাহিন্দ্রা নিজের টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
তিনি লিখেছেন ” It was the idea of PM’s carpe diem (seize the day) speech that there was an opportunity to convert the idea of ’struggle to live’ into his ‘strength'”. We will know tomorrow whether it is a transformative moment like 1991. I think I will not sleep well tonight! ” ( এটি ছিল প্রধানমন্ত্রীর ‘ কার্পে ডিম’ বক্তৃতায় যে ‘বাঁচার লড়াই’র ধারণাকে তাঁর’ শক্তিতে ‘রূপান্তর করার সুযোগ ছিল “। আমরা আগামীকাল জানব যে ১৯৯১ এর মতো এটি রূপান্তরকামী মুহূর্ত কিনা?। আমার মনে হয় আমি আজ রাতে ভাল ঘুমাতে পারব না! “)
This was the PM’s Carpe Diem (Seize the Day) speech; an opportunity to change the narrative from ‘Survival’ to ‘Strength.’ We will know tomorrow whether or not this is going to be a transformational moment like 1991. What I also believe is I won’t get much sleep tonight!
— anand mahindra (@anandmahindra) May 12, 2020
করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি (narendra modi) ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।
মনে করা হচ্ছে, চতুর্থ দফার লকডাউনে রেড জোনে বাড়বে কড়াকড়ি। অরেঞ্জ ও গ্রিন জোনে আরও শিথিলতা আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। সেবিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ১৫ই মের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের মত জানাতে হবে রাজ্যগুলিকে।