“সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হয় পাকিস্তান”, শরিফের “ভুল” দাবিকে উড়িয়ে কী জানালেন ভারতের বায়ুসেনা প্রধান?

Published on:

Published on:

What AP Singh said on Operation Sindoor?

বাংলাহান্ট ডেস্ক: ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার আবহে ফের আলোচনায় এল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ৯৩ তম বায়ুসেনা দিবসে সোমবার ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিং এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন। তিনি জানান, এই অভিযানে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অন্তত ৮ থেকে ১০টি ফাইটার জেট ধ্বংস করেছে। ধ্বংস হওয়া যুদ্ধবিমানের মধ্যে ছিল আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭। এর পাশাপাশি একটি নজরদারি বিমানও গুঁড়িয়ে দেওয়া হয়। এপি সিংয়ের দাবি, পাকিস্তান গত মে মাসে এই সংঘর্ষের সময় ভারতীয় জেট ধ্বংস করার যে গল্প ছড়িয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে এবং মনগড়া।

অপারেশন সিঁদুর নিয়ে এপি সিংয়ের বক্তব্য (Operation Sindoor)

বায়ুসেনা প্রধানের বক্তব্য অনুযায়ী, ৪ থেকে ৫টি এফ-১৬ এবং সমসংখ্যক জেএফ-১৭ বিমান নামানো হয়েছিল সুনির্দিষ্ট আঘাতে। এর সঙ্গে রাডার সিস্টেমের নিখুঁত প্রয়োগ করে পাকিস্তানের আরও কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। শুধু আকাশে লড়াই নয়, পাকিস্তানি সামরিক পরিকাঠামোকেও টার্গেট করা হয়েছিল। কম্যান্ড সেন্টার, রানওয়ে, হ্যাঙার—সবকিছুর উপরেই হামলা চালিয়ে পাকিস্তানকে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। এপি সিংয়ের কথায়, “আমাদের আঘাতে পাকিস্তান এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল যে শেষমেশ তাদের সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হতে হয় (Operation Sindoor)।”

আরও পড়ুন:মনের জেদ! ৪৫ বছরে ব্যবসা শুরু করে আজ লক্ষ লক্ষ টাকার উপার্জন, চমকে দেবে এই প্রৌঢ়ার কাহিনি

তিনি আরও জানান, এই অভিযানের সময় ৩০০ কিলোমিটার পাল্লার মিসাইল ব্যবহার করা হয়েছিল, যা এই বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। এর ফলে কৌশলগতভাবে পাকিস্তান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্রই এই ধ্বংসযজ্ঞের প্রমাণ বহন করছে বলে দাবি করেন এপি সিং (Operation Sindoor)।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাবি করেছিলেন, এই সংঘর্ষে ভারত ৭টি যুদ্ধবিমান হারিয়েছে। তবে এ নিয়ে কোনও সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তান। উল্টে ভারতীয় বায়ুসেনার প্রধানের দাবি পাকিস্তানের প্রচারযন্ত্রের বিভ্রান্তিমূলক প্রচেষ্টা ছাড়া কিছুই নয় (Operation Sindoor)।

What AP Singh said on Operation Sindoor?

আরও পড়ুন:আর প্রয়োজন হবে না সিম? 4G-র পর এবার বড় চমক BSNL-এর, শুরু হতে চলেছে বিশেষ পরিষেবা

‘অপারেশন সিঁদুর’-এর সফলতা নিয়ে বায়ুসেনা প্রধানের এই বক্তব্য নতুন করে পাকিস্তানের অস্বস্তি বাড়াতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিযানে ভারতের স্পষ্ট প্রাধান্য শুধু পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে তা নয়, বরং আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক সক্ষমতাকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে (Operation Sindoor)।