বাংলা হান্ট ডেস্ক: ২০০৭ সালটি ক্রিকেটের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাল হিসেবে বিবেচিত হয়। কারণ, ওই বছরেই সম্পন্ন হয়েছিল প্রথম T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। তৎকালীন সময়ে ২০ ওভারের ক্রিকেটের নতুন এই ফরম্যাটে সমস্ত নিয়মকানুন কার্যত মানিয়ে-গুছিয়ে ICC (International Cricket Council)-র তরফে আয়োজন করে ফেলা হয় বিশ্বকাপের। যার মাধ্যমে ক্রিকেট অনুরাগীরা পেয়েছিল একটি নতুন টুর্নামেন্ট। এদিকে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিল ভারতীয় দল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়ে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন।
যদিও, তারপর ৭ টি বিশ্বকাপ কেটে গেলেও আর ট্রফি আসেনি ভারতে। শুধু তাই নয়, এভাবেই অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৭ বছর। তবে, ২০২৪ সালের ২৯ জুন ফের তৈরি হল ইতিহাস। এবারের T20 বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। আর এর মাধ্যমেই ১৪০ কোটি ভারতবাসীর ঘটল স্বপ্নপূরণ। শুধু তাই নয়, সমগ্র দেশজুড়েই পরিলক্ষিত হল উৎসবের আমেজ। ঠিক যেরকম দেখা গিয়েছিল ২০০৭ সালেও। এমতাবস্থায়, আপনি কি জানেন ভারতের প্রথম T20 বিশ্বকাপ জয়ের নায়কেরা এখন কি করছেন? অনেকেই এই বিষয়ে জানেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তাঁদের মধ্যে কেউ ক্রিকেটের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন আবার কেউ কেউ ক্রিকেট থেকে সরে গিয়েছেন বহু দূরে। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে, তিনি এখনও খেলছেন IPL। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে চলতি বছরের IPL-এ খেলতে দেখা গিয়েছে। এদিকে, ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন গৌতম গম্ভীর। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০১৯ সালের মার্চে। তারপরেই তিনি বিজেপিতে যোগদান করেন এবং পূর্ব দিল্লির সাংসদ হিসেবে নির্বাচিত হন। তবে, আপাতত তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে ফের যুক্ত হয়েছেন ক্রিকেটের সাথেই। তিনি ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করেন।
এদিকে, ২০০৭ সালের বিশ্বকাপের দলে ছিলেন ভারতের বিধ্বংসী ব্যাটার বীরেন্দ্র সহবাগ। তবে, তিনি ফাইনাল ম্যাচটি খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৫ সালের অক্টোবর মাসে অবসর গ্রহণ করেছিলেন বীরু। এখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এদিকে, ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ২০০৭ সালের বিশ্বকাপে খেলেছেন এবং ২০২৪ সালের দলেও রয়েছেন। যদিও, গতকাল বিশ্বকাপ জয়ের পরে তিনি আন্তর্জাতিক T20 ম্যাচ থেকে অবসরের ঘোষণা করেন।
পাশাপাশি, ভারতের প্রথম T20 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন যুবরাজ সিং। তিনি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। বর্তমানে যুবরাজ তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। এদিকে, ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দীনেশ কার্তিক এবং রবিন উথাপ্পাও। দীনেশ সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও রবিন উথাপ্পা ক্রিকেট ছেড়েছেন ২০২২ সালে। তাঁরা দু’জনেই বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে, ২০০৭ সালের বিশ্বকাপের সাথে যুক্ত পীযূষ চাওলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি চলতি বছরের IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। এর পাশাপাশি, ধারাভাষ্যকার হিসেবেও তাঁকে দেখা যায়।
আরও পড়ুন: রাহুল দ্রাবিড়ের পর এবার গম্ভীর হেড কোচ? BCCI সভাপতি দিলেন বিরাট খবর
হরভজন সিংহ ২০০৭-এর T20 বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও কয়েক বছর ধরে IPL খেললেও বর্তমানে তিনি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। এছাড়াও, ক্রিকেটে ধারাভাষ্যকারের পাশাপাশি ভাজ্জি বিশ্লেষকের কাজও করছেন। এদিকে, বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন দুই ভাই ইউসুফ এবং ইরফান পাঠান। ইরফান ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ এবং বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এদিকে, ২০২১ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে ইউসুফ পাঠান চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বহরমপুর থেকে জয়লাভ করে সাংসদ হয়েছেন।
আরও পড়ুন: “গত ৬ মাসে আমার সাথে অন্যায় হয়েছে”, বিশ্বকাপ জিতে আবেগে ভাসলেন হার্দিক, জানালেন মনের কথা
এর পাশাপাশি, ওই দলে ছিলেন অজিত আগরকরও। যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। এদিকে, ২০০৭ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হিসেবে বিবেচিত হন যোগিন্দর শর্মা। পাকিস্তানের সাথে চলা ফাইনাল ম্যাচে শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন ধোনি। যদিও, বিশ্বকাপের পর তেমন ভাবে ভারতীয় দলে আর জায়গা পাননি তিনি। বর্তমানে, যোগিন্দর হরিয়াণা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক। তিনি অম্বালায় ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হিসাবে কর্মরত রয়েছেন। এদিকে, বিশ্বকাপের দলে থাকা এস শ্রীসন্থ ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন। পাশাপাশি, ওই বছরই তাঁর নাম IPL-এর বেটিংকাণ্ডে জড়িয়েছিল। যার ফলে তাঁকে হতে হয়েছিল নির্বাসিত। যদিও, শ্রীসন্থকে এখন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা যায়। এছাড়াও, সেদিনের দলে ছিলেন আরপি সিংহ। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে হিন্দি ধারাভাষ্যকারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।