KKR-কে ফাঁদে ফেলে ফাঁসিয়েছে CSK! কীভাবে? ব্যাখ্যা করলেন রবিচন্দ্রন অশ্বিন

Published on:

Published on:

What Ashwin said about Kolkata Knight Riders auction?
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর নিলামে বড় চমক দেখিয়েছে KKR (Kolkata Knight Riders)। নিলামের মঞ্চে তারা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কিনে নেয়। বলা ভালো, KKR ক্যামেরন গ্রিনকে রীতিমতো CSK-র কাছ থেকে ছিনিয়ে নেয়। এমতাবস্থায়, এবার এই বিষয়টির প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্স গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কিনে নেওয়ার গ্রিন এখন IPL-এর ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন।

KKR (Kolkata Knight Riders) ক্যামেরন গ্রিনকে কিনেছে:

নিলামের মঞ্চে, এই তরুণ খেলোয়াড়ের জন্য চেন্নাই সুপার কিংস এবং KKR-এর মধ্যে তীব্র টক্কর পরিলক্ষিত হয়। কারণ, উভয় ফ্র্যাঞ্চাইজিই বড় বাজেট নিয়ে মাঠে নেমেছিল। তবে, যখন নিলামে দর ২৫ কোটি টাকা ছাড়িয়ে যায় তখন CSK পিছু হটার সিদ্ধান্ত নেয়। যার ফলে অবশেষে KKR গ্রিনকে দলে নিয়ে বাজিমাত করে।

What Ashwin said about Kolkata Knight Riders' auction?

KKR-কে ফাঁদে ফেলেছে CSK:তিমধ্যেই অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে আলোচনা করার সময় KKR-এর বিডিং কৌশল নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। তাঁর মতে, যদি KKR তাদের বিডগুলি একটু ভিন্নভাবে উপস্থাপন করত এবং পাঞ্জাব কিংস সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো ধৈর্য ধরত, তাহলে CSK-র ওপর চাপ তৈরি করা যেত। অশ্বিনের মতে, KKR মনে করেছিল যে যেকোনও মূল্যে গ্রিনকে দলে নিতে হবে। তাই তারা আক্রমণাত্মক পন্থা অবলম্বন করে। অশ্বিন যুক্তি দেন যে, KKR যদি বিড করার জন্য আরও কিছুটা অপেক্ষা করত, তাহলে CSK হয়তো অনেক আগেই দৌড় থেকে বাদ পড়ত।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের স্কোয়াড থেকে কেন বাদ পড়লেন গিল? কারণ জানালেন চিফ সিলেক্টর অজিত আগরকার

এদিকে, চেন্নাই সুপার কিংসের গ্রিনকে কেনার দৌড় থেকে বিদায় নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন অশ্বিন। তিনি জানান, ক্যামেরন গ্রিন CSK-র জন্য একজন দুর্দান্ত বিকল্প হতে পারতেন এবং তাঁকে না কিনে দলটি একটি বড় পদক্ষেপ মিস করেছে। অশ্বিন গ্রিনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, এটি কেবল দামের বিষয় নয়। বরং গ্রিন একজন জেনারেশনাল ট্যালেন্ট। যাঁর খেলায় স্থায়ী প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। এদিকে, অশ্বিন গ্রিনকে দলে নেওয়ার জন্য KKR-এর উদ্দেশ্যে অভিনন্দনও জানিয়েছেন।

আরও পড়ুন: ফের কামাল করল ISRO! গগনযানের জন্য সফলভাবে সম্পন্ন হল ‘ড্রগ প্যারাসুট’ পরীক্ষা, দেখুন ভিডিও

ক্যামেরন গ্রিনের IPL সফর: জানিয়ে রাখি যে KKR ক্যামেরন গ্রিনের তৃতীয় IPL ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। তিনি এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। পিঠের চোট এবং দীর্ঘ রিকভারি প্রক্রিয়ার কারণে তিনি গত মরশুমে নিলামে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু ২০২৬ সালের নিলামে তাঁর প্রত্যাবর্তন পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এমতাবস্থায়, KKR-এ এসে ক্যামেরন গ্রিন কেমন পারফরম্যান্স প্রদর্শন করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।