রাজস্থান থেকে “বিতাড়িত” হয়েছেন দ্রাবিড়? এবি ডি ভিলিয়ার্সের প্রতিক্রিয়ায় শুরু জোর জল্পনা

Published on:

Published on:

What did AB de Villiers say about Rahul Dravid?

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের IPL-এর আগেই রাজস্থান রয়্যালস ছেড়েছেন রাহুল দ্রাবিড়। ২০২৫ সালের IPL-এর মরশুমের আগে দ্রাবিড়কে রয়্যালসের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। গত শনিবার এই প্রসঙ্গে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers) অনুমান করেছেন যে, রাজস্থান ফ্র্যাঞ্চাইজির বড় পদের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই হেড কোচ রাহুল দ্রাবিড়কে বরখাস্ত করা হয়েছে। এমতাবস্থায়, এবি ডি ভিলিয়ার্সের এই প্রতিক্রিয়া এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কী জানিয়েছেন ডি ভিলিয়ার্স (AB de Villiers)?

জানিয়ে রাখি যে, IPL ২০২৫-এর মরশুমটি রাহুল দ্রাবিড়ের জন্য ব্যক্তিগতভাবে খুবই চ্যালেঞ্জিং ছিল। তাঁর পায়ে চোট লাগায় তাঁকে দীর্ঘ সময় ধরে হুইলচেয়ারে থাকতে হয়। যদিও তিনি দলের কোচিং চালিয়ে গিয়েছিলেন। ওই মরশুমে, দ্রাবিড়ের কোচিংয়ে, RR ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টিতে জিততে সক্ষম হয়। যার ফলে টুর্নামেন্টে নবম স্থানে ছিল ওই দল।

What did AB de Villiers say about Rahul Dravid?

এদিকে, এ ডি ভিলিয়ার্স (AB de Villiers) তাঁর সোশ্যাল মিডিয়া শো “৩৬০ লাইভ”-এ অনুমান করেছেন যে, দ্রাবিড় নতুন ভূমিকা প্রত্যাখ্যান করার পরে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট তাঁকে বহিষ্কার করেছে। ডি’ভিলিয়ার্স বলেন, “আমার মনে হয় এটা মালিক অথবা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা তাঁকে দলে আরও বড় পদের সুযোগ দিয়েছিল। কিন্তু, তিনি প্রত্যাখ্যান করেছিলেন।”

আরও পড়ুন: পাত্তাই দিলেন না মোদী-পুতিন! দূরেই দাঁড়িয়ে রইলেন শরিফ, SCO সম্মেলনে একী অবস্থা পাকিস্তানের?

এ ডি ভিলিয়ার্স (AB de Villiers) আরও বলেন, “হয়তো তিনি হতাশ ছিলেন এবং এখন দলের জন্য কিছু করতে চেয়েছিলেন। তিনি হয়তো ডাগআউটেই থাকতে চেয়েছিলেন। হয়তো এটা তাঁর সিদ্ধান্ত। আমি জানি না। আমরা খুঁজে বের করব। আমি নিশ্চিত ভবিষ্যতে যখন আমরা তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলব, তখন আমরা জানতে পারব। হয়তো।”

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কবোমার আবহে মোক্ষম পদক্ষেপ ভারতের! আমেরিকার উদ্দেশ্যে স্থগিত বিশেষ পরিষেবা

এদিকে, রাজস্থান রয়্যালস “এক্স” মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, “রাহুল বহু বছর ধরে রাজস্থানের রয়্যালসের সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নেতৃত্বে খেলোয়াড়দের একটি প্রজন্ম তৈরি হয়েছে। তিনি ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে এক দুরন্ত ছাপ রেখে গেছেন।” বিবৃতি অনুসারে, “রাহুলকে ফ্র্যাঞ্চাইজিতে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। রাজস্থান রয়্যালস, তার খেলোয়াড়রা এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ফ্র্যাঞ্চাইজির প্রতি রাহুলের অসাধারণ ভূমিকার জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।”