T20 বিশ্বকাপের স্কোয়াড থেকে কেন বাদ পড়লেন গিল? কারণ জানালেন চিফ সিলেক্টর অজিত আগরকার

Published on:

Published on:

What did Ajit Agarkar say about Gill's exclusion?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া T20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়। যেখানে অধিনায়ক সূর্য ছাড়াও প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং BCCI-এর সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন।

কী জানিয়েছেন অজিত আগরকার (Ajit Agarkar):

জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি শুভমান গিল। এমতাবস্থায়, স্কোয়াড ঘোষণা পর সাংবাদিক সম্মেলনে এই বিষয়টাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের তারকা ব্যাটার শুভমান গিল সম্প্রতি T20 দলের সহ-অধিনায়ক ছিলেন। তবে, চিফ সিলেক্টর অজিত আগারকর দল থেকে গিলের বাদ পড়ার মূল কারণটি জানিয়েছেন।

What did Ajit Agarkar say about Gill's exclusion?

শুভমান গিলকে কেন বাদ দেওয়া হল: অজিত আগারকর শুভমান গিলের বাদ পড়ার কারণ প্রকাশ করে বলেন, গিলের সাম্প্রতিক ফর্ম এবং টিম কম্বিনেশনের সীমাবদ্ধতাই এই সিদ্ধান্তের নেপথ্যে আসল কারণ। অজিত আগারকর বলেন, ‘আমরা জানি তিনি কতটা ভালো খেলোয়াড়, কিন্তু সম্ভবত এই মুহূর্তে তাঁর রানের অভাব রয়েছে। গত বিশ্বকাপেও না খেলাটাও দুর্ভাগ্যজনক ছিল। কারণ আমরা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলেছিলাম। কিন্তু, এই সিদ্ধান্ত অন্য যেকোনও কিছুর চেয়ে কম্বিনেশনের কারণেই বেশি নির্ধারিত হয়েছে। যখন আপনি ১৫ জনকে বেছে নেন তখন কেউ না কেউ বাদ পড়েন এবং দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে তিনি গিল’।

আরও পড়ুন: ফের কামাল করল ISRO! গগনযানের জন্য সফলভাবে সম্পন্ন হল ‘ড্রগ প্যারাসুট’ পরীক্ষা, দেখুন ভিডিও

জানিয়ে রাখি যে, শুভমান গিলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা নজর কাড়তে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ওই সিরিজে গিল মাত্র ৪, ৪, ০ এবং ২৮ রান করেন। এদিকে, ২০২৫ সালে T20 ফরম্যাটে গিল একটিও বড় ইনিংস খেলেননি। এমনকি, এই ফরম্যাটে হাফ-সেঞ্চুরিও আসেনি তাঁর ব্যাট থেকে। যার ফলে নির্বাচকরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ফের বৃদ্ধি! বাড়ল গোল্ড রিজার্ভও, সামনে এল পরিসংখ্যান

কেন জিতেশ শর্মাকে বাদ দেওয়া হল: অন্যদিকে, উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মাও দলে জায়গা পাননি। এই প্রসঙ্গে আগরকর জোর দিয়ে বলেন যে তিনি টপ অর্ডারে আরও উইকেটরক্ষক রাখতে চান এবং সেই কারণেই তাঁকে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার ত্যাগ করতে হয়েছে। তাঁর মতে, ‘আমরা কম্বিনেশনের দিকে নজর দিচ্ছি’। উল্লেখ্য যে, জিতেশ লোয়ার অর্ডারে ব্যাট করেন। এমতাবস্থায়, টপ অর্ডারে একজন উইকেটরক্ষক-ব্যাটারের বিকল্পের কারণে, তাঁর জায়গায় ঈশান কিষাণকে সুযোগ দেওয়া হয়েছে।