গল্প শেষ ‘জগদ্ধাত্রী’র, বড়পর্দার প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য পথচলা শেষ করেছে ‘জগদ্ধাত্রী’ (Serial)। জি বাংলার সবথেকে পুরনো সিরিয়াল শেষ হওয়ায় মন খারাপ দর্শকদের। জগদ্ধাত্রী স্বয়ম্ভূর গল্প শেষ হওয়ায় প্রিয় জুটিকে আর দেখতে পাওয়া যাবে না টিভির পর্দায়। কলটাইমের তাড়া থাকবে না অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের। কেমন ভাবে দিন কাটছে পর্দার জগদ্ধাত্রীর?

জগদ্ধাত্রী (Serial) শেষে কী অনুভূতি অঙ্কিতার?

ছোটপর্দার কাজ মিটতেই নাকি বড়পর্দার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অঙ্কিতা। আগামীতে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এখন থেকেই কি বড়পর্দার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি? এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি অঙ্কিতা। তবে জগদ্ধাত্রীর রেশ এখনও কাটেনি তাঁর।

 

What did ankita say about jagadhatri serial ending

জগদ্ধাত্রী নিয়ে অকপট অভিনেত্রী: অঙ্কিতার কথায়, গত সাড়ে তিন বছরে তাঁর মধ্যে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। জগদ্ধাত্রীর (Serial) সমস্ত ভালো গুণ নিজের মধ্যে রাখতে চান তিনি। মানুষ হিসেবে জগদ্ধাত্রী চরিত্রটি তাঁকে অনেক কিছু শিখিয়েছে। আগামী দিনে সেগুলোই কাজে লাগাতে চান তিনি।

আরও পড়ুন : দীর্ঘ ৮ বছর পর জুটিতে বাস্তবের তারকা দম্পতি, বিরাট সুখবর সিরিয়ালের জনপ্রিয় জুটির

এখন কী পরিকল্পনা: অঙ্কিতা জানান, আপাতত কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে ইচ্ছা থাকলেও এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। আসন্ন ছবি নিয়েও মুখ খুলেছেন অঙ্কিতা। বড়পর্দায় প্রথম কাজ। তিনি বলেন, একটু টেনশন রয়েছে ঠিকই, তবে তার থেকেও বেশি কাজ করছে উত্তেজনা।

আরও পড়ুন : মেট্রো যাত্রীদের জন্য বড় আপডেট, বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম সরাসরি চালু হচ্ছে পরিষেবা

ভালো কাজ করার আশা রয়েছে বলে মন্তব্য করেন অঙ্কিতা। জগদ্ধাত্রী শেষ হওয়ার দুঃখ রয়েছে। শুক্রবার মন বেশ খারাপই ছিল অঙ্কিতার। তবে শনিবার আবারও নিজের কাজে মন দিয়েছেন তিনি।