বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এদিকে, দূরপাল্লার সফরের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, গত বুধবার সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, মাত্র ৩ বছরের মধ্যে সমস্ত দেশের রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার সঙ্গে সংযুক্ত হয়েছে।
বন্দে ভারতের (Indian Railways) প্রসঙ্গে কী জানালেন রেলমন্ত্রী?
অর্থাৎ, এখন দেশের প্রতিটি রাজ্যে বন্দে ভারত ট্রেন চলছে। লোকসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান যে, বর্তমানে সারা দেশে ১৪৪ টি বন্দে ভারত ট্রেন চলছে। তিনি বলেন এই ট্রেনের পরিচালন সম্পর্কিত প্রতিক্রিয়া খুবই উৎসাহব্যঞ্জক। যার কারণে রাজ্যগুলি থেকে এই ধরণের ট্রেনের চাহিদা বাড়ছে। অর্থাৎ, যাত্রীদের এই ট্রেনের পরিষেবা আরও বেশি করে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রেলমন্ত্রী বৈষ্ণব বলেন যে, সরকার মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের গোষ্ঠীর কল্যাণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তাঁর মতে, গত কয়েক বছরে জেনারেল ক্লাসের কোচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে ট্রেনগুলিতে (Indian Railways) মোট ৮২ হাজার কোচের মধ্যে ৭০ শতাংশই জেনারেল এবং নন-এসি কোচ।
আরও পড়ুন: এ কেমন বন্ধুত্ব! ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করে পাকিস্তানের সঙ্গে বড় “ডিল” আমেরিকার
এর পাশাপাশি তিনি লোকসভায় বলেন, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে এই ট্রেন (Indian Railways) এবং বন্দে ভারত ট্রেন চালানোর চাহিদা বাড়ছে। প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে বৈষ্ণব বলেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত অমৃত ভারত ট্রেনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে নতুন ডিজাইন করা শৌচালয় এবং মোবাইল ফোন চার্জিংয়ের মতো সুবিধা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সবার আগে দেশ! সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি নয়, WCL ২০২৫ থেকে নাম প্রত্যাহার ভারতের
এমতাবস্থায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই ট্রেন এবং বন্দে ভারত ট্রেন চালানোর দাবি ক্রমাগত আসছে। মহম্মদ বশিরের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, কেরালায় রেল পরিষেবা সম্প্রসারণের জন্যও একাধিক কাজ করা হয়েছে। ওই রাজ্যে রেল পরিষেবা (Indian Railways) সম্প্রসারণের জন্য মোদী সরকারের আমলে যে পরিমাণ কাজ করা হয়েছে, এত কাজ ৬০ বছরেও করা হয়নি। এছাড়াও, কেরালায় রেল পরিষেবা সম্প্রসারণের জন্য ভবিষ্যতে আরও কাজ করা হবে বলেও জানান তিনি।