বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI ভারতের ODI টিমের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থার বিষয়ে এবার একটি বিবৃতি জারি করেছে। মূলত, শ্রেয়স আইয়ার বর্তমানে সিডনির হাসপাতালে ভর্তি এবং তিনি ICU-তে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ODI-তে ফিল্ডিং করার সময় শ্রেয়স চোট পান। জানা গেছে যে, শ্রেয়সের চোটের জায়গায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটছে। সেই কারণেই তাঁকে ICU-তে রাখা হয়েছে। এমতাবস্থায় BCCI ভারতের এই তারকা ব্যাটারের শারীরিক অবস্থা সম্পর্কে বিবৃতি জারি করেছে।
শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থা:
টিম ডাক্তার শ্রেয়সের সঙ্গেই থাকবেন: BCCI জানিয়েছে, স্ক্যানে শ্রেয়সের (Shreyas Iyer) প্লীহাতে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। সোমবার এক বিবৃতিতে BCCI জানিয়েছে, শ্রেয়স আইয়ারের বাম পাঁজরের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। আরও মূল্যায়নের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ক্যানে প্লীহার আঘাতের প্রমাণ পাওয়া গেছে এবং তাঁর চিকিৎসা চলছে।
Medical update on Shreyas Iyer. Details 🔽 #TeamIndia | #AUSvIND https://t.co/8LTbv7G1xy
— BCCI (@BCCI) October 27, 2025
বর্তমানে শ্রেয়সের (Shreyas Iyer) শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি যাতে দ্রুত সুস্থ হতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। BCCI-এর মেডিক্যাল টিম সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তাঁর আঘাতের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাছে। এছাড়াও, ভারতীয় দলের ডাক্তার সিডনিতে শ্রেয়সের সঙ্গে থাকবেন এবং তাঁর প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করবেন।
শ্রেয়স কীভাবে চোট পেয়েছিলেন: জানিয়ে রাখি যে, তৃতীয় ODI-তে অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ে অ্যালেক্স ক্যারি যখন হর্ষিত রানার বলে উঁচু শট খেলেন, তখন ঘটনাটি ঘটে। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্রুত দৌড়ে ক্যাচটি ধরেন। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার সময় তাঁর বাম পাঁজরে আঘাত লাগে। যার ফলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে শ্রেয়সকে ২ থেকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ রক্তপাতের কারণে সংক্রমণ রুখতে এটি প্রয়োজনীয়।
আরও পড়ুন: এখনও বজায় উৎসবের মরশুম! আগামী সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা
শ্রেয়সের বাবা-মা শীঘ্রই অস্ট্রেলিয়ায় সফর করতে পারেন: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সের (Shreyas Iyer) বাবা-মা শীঘ্রই তাঁকে দেখতে অস্ট্রেলিয়া সফর করতে পারেন। জানা গেছে যে, তাঁরা তিৎকাল ভিসার জন্য আবেদন করেছেন। ৩১ বছর বয়সী আইয়ারকে ভারতে ফিরে আসার জন্য ফিট ঘোষণা করার আগে কমপক্ষে এক সপ্তাহ সিডনির হাসপাতালে থাকতে হবে। উল্লেখ্য যে, শ্রেয়স ভারতের T20 দলের অংশ নন। আগামী ২৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ শুরু হতে চলেছে।













