গোপাল পাঁঠার চরিত্র বিকৃতির অভিযোগ, মামলা বিবেকের বিরুদ্ধে, কী বলল হাইকোর্ট?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবি নিয়ে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার নাতি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় এবার বড় রায় দিল হাইকোর্ট। বেঙ্গল ফাইলসের (The Bengal Files) পরিচালকের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা এদিন খারিজ হয়ে যায়।

দ্য বেঙ্গল ফাইলসের (The Bengal Files) বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

মামলাকারীর মূলত অভিযোগ ছিল, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবিতে গোপাল পাঁঠার চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে তাতে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তাই তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল, এই তথ্য নির্মাতারা কোথা থেকে পেয়েছেন। কিন্তু কোনও উত্তর মেলেনি বলেই খবর।

What did Calcutta high court say on the bengal files vivek agnihotri case

কী বলল আদালত: মামলাকারীদের আরও অভিযোগ ছিল, ছবি থেকে দুটি অংশ বাদ দেওয়াও প্রয়োজন। এমন দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল গোপাল পাঁঠার পরিবার। কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, এই ধরণের আবেদন আদালতের আওতায় পড়ে না। মামলাকারীরা যদি চান তবে সংশ্লিষ্ট ফোরামে আবেদন করতে পারেন বলে জানান তিনি।

আরও পড়ুন : নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ! আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র, পাঠানো হচ্ছে বিশেষ বিমান

কী নিয়ে অভিযোগ: দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবিতে গোপাল পাঁঠার চরিত্রটিকে ভুল ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ। তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় অভিযোগ করেন, পরিচালক যেভাবে গোপাল পাঁঠার চরিত্রায়ন যেভাবে করেছেন তাতে তাঁর দাদু সম্পর্কে ভুল বার্তা পৌঁছাচ্ছে মানুষের কাছে। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর মামলা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন : রক্তক্ষয়ী সংঘর্ষে বিপর্যস্ত নেপাল, আঁচ লাগল ভারতেও, দূতাবাসের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবিটি নিয়ে বিতর্কের অন্ত নেই। অন্যান্য রাজ্যে মুক্তি পেলেও বাংলায় কোনও হলেই চলছে না দ্য বেঙ্গল ফাইলস। এ বিষয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।