বাংলাহান্ট ডেস্ক : লাইভ ভিডিওর পর আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই চর্চায় রয়েছেন দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। বর্তমানে হাসপাতালে রয়েছেন তিনি। রবিবার রাতে লাইভ ভিডিওর পর নাকি ঘুমের ওষুধ খান তিনি। তারপরেই আচমকা তিনি অসুস্থ বোধ করায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বামীর কাছে ফিরতে চাইছেন দেবলীনা (Debolinaa Nandy)
হাসপাতালে মেয়ের কাছেই সর্বক্ষণ রয়েছেন দেবলীনার মা। তিনি জানান, আগের থেকে সুস্থ রয়েছেন তাঁর মেয়ে। তবে এখনও প্রবাহর নাম করছেন। অথচ তাঁর শ্বশুরবাড়ি থেকে এখনও কেউ যোগাযোগ পর্যন্ত করেননি। তবুও দেবলীনা চান স্বামীর কাছেই ফিরে যেতে। আর তাঁর মা বাবা কী চান?

কী চান দেবলীনার অভিভাবকরা: দেবলীনার মা বলেন, তাঁরা কিছু চাপিয়ে দিতে পারেন না। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। দেবলীনা যেটা চাইবেন সেটাই হবে। ছাড়া কবে পাবেন গায়িকা? তাঁর মা জানান, এখনই তা বলা যাচ্ছে না। সম্ভবত আরও তিন চার দিন রাখা হতে পারে তাঁকে হাসপাতালে।
আরও পড়ুন : ‘আমি কি বাঁচব?’ সবকটা ঘুমের ওষুধ খেয়ে প্রথমে কী করেছিলেন দেবলীনা?
কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে: দেবলীনার মা জানান, মেয়ে কিছুই খাচ্ছে না। গলা ব্যথার অভিযোগ করছেন দেবলীনা (Debolinaa Nandy)। কয়েকটা দিন যাক, তারপর দেখা যাক। সম্প্রতি বন্ধু সায়কের লাইভে দেবলীনা বলেন, কাজ অর্ধসমাপ্ত তিনি রাখতে চাননি। পুরো শেষ করতে চেয়েছিলেন। এই সেকেন্ড চান্সের দরকার ছিল না তাঁর। দেবলীনার কথায়, যখন সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছে, প্রথমে ভেবেছিলেন যে স্বামী প্রবাহকে মেসেজ করবেন। কিন্তু তিনি জানতেন যে ওই মেসেজের উত্তর আসবে না। শেষে সায়ককে মেসেজ করে তিনি সব জানিয়ে বলেন, ‘আমি কি বাঁচব’।
আরও পড়ুন : কবি সুভাষ মেট্রো স্টেশন পুনরুজ্জীবনের কাজ এগোলো, কবে চালু হবে পরিষেবা?
দেবলীনা (Debolinaa Nandy) এও বলেন, বিয়ের আগে নিজেকে, গানকে আর মাকে সবথেকে বেশি ভালোবেসেছিলেন। বিয়ের পর স্বামীকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন।












