বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইতিমধ্যেই শুল্ক নীতি নিয়ে মার্কিন আদালতের কাছ থেকে ধাক্কা পেয়েছেন। বিশ্বের প্রধান প্রধান অর্থনীতির ওপর ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ককে আদালত “অবৈধ” বলেও অভিহিত করার পাশাপাশি এটাও জানিয়েছিল যে, প্রতিটি দেশের ওপর এই ধরণের শুল্ক আরোপের কোনও আইনি অধিকার ট্রাম্পের নেই। এদিকে, আদালত বলেছিল যে, জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্বের ওপর কর আরোপ করা ঠিক নয়।
কী জানিয়েছেন ট্রাম্প (Donald Trump):
এমতাবস্থায়, ট্রাম্প এবার এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। শুনানির সময়ে ট্রাম্প (Donald Trump) প্রশাসন ভারতের ওপর আরোপিত শুল্ককে গুরুত্ব দেওয়ার জন্য অদ্ভুত যুক্তি দিচ্ছে। ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আদালতের নথিতে সতর্ক করে দিয়েছে যে, ভারত সহ অন্যান্য দেশের ওপর শুল্ক কমালে আমেরিকা অন্যান্য দেশের কাছ থেকে প্রতিশোধের মুখোমুখি হতে পারে।
এটাও বলা হয়েছে যে, এটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রেও একটি বাধা হবে। মার্কিন সুপ্রিম কোর্টে করা একটি আপিল আবেদনে সলিসিটর জেনারেল জন সয়ার বিচারকদের বলেছেন যে, ইউক্রেন যুদ্ধে শান্তি বজায় রাখার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ট্রাম্প বলেছিলেন “মৃত অর্থনীতি”, অথচ ভারতই বিনিয়োগের জন্য “বেস্ট প্লেস”, মানছে আমেরিকা
মার্কিন আদালতে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি: ট্রাম্প প্রশাসন আদালতকে জানিয়েছে, “ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলি মোকাবিলা করার জন্য আমরা সম্প্রতি ভারতকে রাশিয়ান তেল ক্রয়ের ওপর শুল্ক আরোপের অনুমতি দিয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক অপসারণ আমেরিকাকে অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে।” ট্রাম্প প্রশাসন আরও বলেছে যে, “এক বছর আগে আমেরিকা একটি ‘মৃত অর্থনীতি’ ছিল এবং এখন যে দেশগুলি আমাদের সঙ্গে এত খারাপ আচরণ করেছে, তাদের কাছ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আসছে। আর এখন আমেরিকা আবারও একটি শক্তিশালী, অর্থনৈতিকভাবে সক্ষম এবং সম্মানিত দেশ।”
আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে শুরু করেন ব্যবসা! ৩ বছরেই তৈরি ১০০ কোটির ব্র্যান্ড, চমকে দেবে সন্দীপের সাফল্যের কাহিনি
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ: জানিয়ে রাখি যে, ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যার ফলে আমেরিকা এখন ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে। আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিকভাবে সাহায্য করছে। এদিকে, আমেরিকা আরও দাবি করেছে, ভারতের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চায়। তবে, ভারত মার্কিন শুল্ককে “অন্যায্য” বলে অভিহিত করেছে এবং বলেছে যে ভারত তার জাতীয় ও জ্বালানি স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রত্যেক পদক্ষেপ নেবে।