বাংলা হান্ট ডেস্ক: আইপ্যাকে (I-PAC) তল্লাশিতে বাধা দেওয়ার বড় পদক্ষেপ গ্রহণ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ED। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করে এবার CBI তদন্তের দাবি করেছে ওই সংস্থা। শুধু তাই নয়, ED উল্লেখ করেছে যে, তল্লাশি অভিযানের সময়ে রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তার মাধ্যমে সেখানে বাধা সৃষ্টি করেন।
আদালতে (Calcutta High Court) কী জানাল ED:
এমতাবস্থায়, ED-র করা পিটিশনে রাজ্য সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, DC সাউথ এবং DG ও CBI-কে পার্টি করা হয়েছে। ED-র তরফে একগুচ্ছ দাবি সামনে আনা হয়। যেখানে স্পষ্টভাবে বলা হয় যে, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে অবৈধভাবে যে জিনিসগুলি নিয়ে এসেছেন সেগুলি ED-র হাতে তুলে দিতে হবে।

এর পাশাপাশি, কোনও ডিজিটাল এভিডেন্স যাতে নষ্ট না করা হয় বা ক্লোন না করা হয় সেই প্রসঙ্গও উপস্থাপিত করা হয়েছে ED-র তরফে। পাশাপাশি, সামগ্রিক ঘটনার CCTV ফুটের সংরক্ষণের দাবিও আদালতে তুলেছে ED। জানিয়ে রাখি যে, ED-র পিটিশনে FIR-এর প্রসঙ্গও রয়েছে। পাশাপাশি, রয়েছে রাজীব কুমারের নাম।
আরও পড়ুন: যেটা করা বারণ ছিল সেটাই করলেন মাঠে! BCCI-এর নিয়ম ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া
তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে নিরাপত্তা প্রদান করেছিল পুলিশ। এমতাবস্থায়, সামগ্রিকভাবে স্বচ্ছতা বজায় রেখে তদন্তের স্বার্থে CBI-এর প্রসঙ্গ উপস্থাপিত করেছে ED। এদিকে, ED-র পিটিশানে কয়লা দুর্নীতিকাণ্ডে সামগ্রিক ঘটনার প্রবাহ আদালতে তুলে ধরা হয়েছে। যেখানে গত বৃহস্পতিবার IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে ED-র হানা দেওয়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ উপস্থাপিত করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২৯ কিমি রাস্তা তৈরি! জোড়া বিশ্বরেকর্ড গড়ল NHAI, জানলে অবাক হবেন
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সকালে ED যখন তল্লাশি চালায় তার ঠিক কিছুক্ষণের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান পুলিশ কমিশনার মনোজ বার্মা। এদিকে, উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারপরেই মুখ্যমন্ত্রীর হাতে সবুজ রঙের ফাইল দেখা যায়। সেই ফাইল হাতে নিয়েই সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।












