বাংলা হান্ট ডেস্ক: ২০০৭-এর পর ফের ২০২৪! দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসানের পর ফের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) জিতল ভারত (India)। আর তার সাথেই তৈরি হল নতুন ইতিহাস। এদিকে, ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যাঁর অন্যতম ভূমিকা রয়েছে তিনি হলেন ভারতের তারকা খেলোয়াড় তথা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে হার্দিক সমালোচনার সম্মুখীন হলেও বিশ্বকাপ জয়ের পর তিনি ভাঙলেন নীরবতা। পাশাপাশি, আবেগপ্রবণ হয়ে হার্দিক যা জানালেন তা চোখে জল আনবে ক্রিকেট অনুরাগীদেরও।
বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে হার্দিক জানান, “আমার জন্য এটা অত্যন্ত আবেগের মুহূর্ত। আমার সাথে কোনও একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু আমরা সবাই এই বিশ্বকাপটা চাইছিলাম। শেষ ছয় মাসে আমার সঙ্গে যা যা হয়েছে, সেইসময় আমি কোনও কথা বলিনি। আমার সঙ্গে অন্যায় হলেও আমি জানতাম যে এমন একটা সময় আসবে, যখন আমি নিজেকে মেলে ধরতে পারব। আর এরকম সুযোগই এই মুহূর্তটাকে আমার জন্য আরও স্পেশাল করে তুলেছে।”
হার্দিকের বলই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, একটা সময়ে দক্ষিণ আফ্রিকা নিজেদের দিকেই নিয়ে ফেলেছিল ম্যাচ। কিন্তু, ১৭ তম ওভারে হার্দিক বল করতে এসে তাঁর প্রথম বলেই খেলার মোড় ঘুরিয়ে দেন। তিনি ভয়ঙ্কর হয়ে ওঠা ক্লাসেনকে ড্রেসিংরুমে ফেরত পাঠিযে দেন। আর তারপরেই কার্যত চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এদিকে, ক্লাসেনের উইকেটের নেওয়ার পরে ১৭ তম ওভারে হার্দিক দেন মাত্র ৪ রান। তারপরের ওভারে বল করতে আসেন বুমরাহ। যেখানে তিনি মাত্র ২ রানের বিনিময়ে তুলে ফেলেন ১ টি উইকেট। পাশাপাশি, ১৯ তম ওভারে অর্শদীপ দারুণ বল করে দেন মাত্র ৪ রান। এমতাবস্থায়, শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য প্রয়োজন ছিল ১৬ রান।
আরও পড়ুন: ভাবতেও পারবে না কেউ! বন্ধু ইজরায়েলের জন্য কী কী অস্ত্র পাঠাল ভারত? সামনে এল গোয়েন্দা রিপোর্ট
সেই সময় স্ট্রাইকে ছিলেন মিলার। শেষ ৬ টি বলে মিলারের যে ১৬ রান করার ক্ষমতা রয়েছে তা হার্দিক অবশ্যই জানতেন। কারণ, IPL-এ হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্সে খেলেছেন মিলার। এমতাবস্থায়, শেষ ওভারে ফের বল হাতে আক্রমণে আসেন হার্দিক। আর এসেই প্রথম বলে তিনি নিয়ে ফেলেন মিলারের উইকেট। তবে, ওই উইকেট নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সূর্যকুমার যাদবের। তিনি তালুবন্দি করেন দুর্ধর্ষ ক্যাচ। শেষ পর্যন্ত শেষ ওভারে হয় ৮ রান। যার পরিপ্রেক্ষিতে ভারত জিতে যায় ৭ রানে।