বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। আর তারপর থেকেই নাকি তাঁর দুই পক্ষের স্ত্রীদের পরিবারের মধ্যে অন্তর্ঘাত স্পষ্ট হয়ে উঠেছে। ধর্মেন্দ্রর দুই পক্ষের স্ত্রীদের (Hema Malini) মোট ছয় সন্তান। এদের মধ্যে সানি এবং ববি দেওল ও ঈশা এবং অহনা দেওলের মধ্যে দূরত্ব স্পষ্ট। মাঝে সানির গদর ২ ছবির জেরে এই দূরত্ব কিছুটা কমলেও এখন নাকি ফের চাপা অসন্তোষ প্রকাশ পাচ্ছে দুই পরিবারের মধ্যে।
ধর্মেন্দ্রর (Hema Malini) মৃত্যুর পর প্রকাশ্যে বিতর্ক
ধর্মেন্দ্র এবং প্রকাশ কউরের দুই পুত্র সানি এবং ববিকে নিয়েও মুখ খুলেছিলেন হেমা মালিনী। এর আগে এক সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, সানি এবং ববি দুজনেই খুব ভালো ছেলে। তবে সানির মধ্যে তিনি ধর্মেন্দ্রর ছায়া দেখতে পান। এমনকি তাঁদের পরিবারের মধ্যে বাইরে থেকে ছাড়া ছাড়া ভাব মনে হলেও বাস্তবে নাকি তেমনটা নয়।

কী বলেছিলেন ঈশা: হেমা (Hema Malini) কন্যা ঈশাও এ বিষয়ে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, বড় দাদারা তাঁদের অনেক উপহার দেন। বিদেশে ঘুরতে গেলে একসঙ্গে সময় কাটান তাঁরা। তাঁর বাহারি জুতো কেনার আবদার মেটান বড় দাদা সানি দেওল। হেমা সে সময় আরও বলেছিলেন, সানি একেবারে ধরমজির ছায়া। কথাবার্তা, হাঁটাচলা একরকম। খুবই ভালো সানি।
আরও পড়ুন : আদ্রা ডিভিশনে চালু হবে বন্ধ থাকা ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের
মুখ খোলেন হেমা: হেমার কথায়, সানি একেবারে তাঁর বাবার মতো। হাঁটাচলা থেকে কথাবার্তা সবই একরকম। সকলকে আগলে রাখতে পছন্দ করেন সানি। তবে ববির বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি হেমা।
আরও পড়ুন : নতুন বছরে জব্বর চমক! ‘ধূমকেতু’র পর ফের প্রেমের ছবিতে দেব-শুভশ্রী জুটি?
এক অদৃশ্য দূরত্ব রয়েছে হেমা এবং ববির মধ্যে। তবে সে সময় হেমা বলেছিলেন, ববি অনেক ছোট। তাই তাঁর ধ্যানধারণাগুলি অন্য রকম।












