হঠাৎ করেই ভারতীয় সেনাকে নিয়ে এ কি বললেন ইমরান! চমকে গেলেন সবাই

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতের পড়শি দেশ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। পাশাপাশি, তীব্র অসন্তোষ বাড়ছে স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়েই। এদিকে, সম্প্রতি তিনি রাশিয়া সফরে গেলেও সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ইমরান। এমনকি, তাঁর অদ্ভুত কর্মকান্ডের জেরে ক্রমশ প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে তাঁকে।

এদিকে, যে পাকিস্তানি সেনা ভরসা করে দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ছিল এবার তারাই তাঁকে ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে। চলতি মাসের শেষ দিকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন ইমরান। এমনকি, বর্তমানে অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে, তাঁকে সমর্থন না দেওয়ার কথা সরাসরি জানিয়ে দেন পাক সেনা প্রধান। পাশাপাশি, সেনা বাহিনীর তরফে তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, পাক সেনাবাহিনীকে নিয়ে চরম ক্ষুব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে, বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা এতটাই দোদুল্যমান অবস্থায় রয়েছে যে, অনাস্থা ভোট হলেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, ইমরানের জোটসঙ্গীদের পাশাপাশি তাঁর দল তেহরিক-ই-ইনসাফের নির্বাচিত সদস্যরাও অনাস্থা প্রস্তাবে ইমরানের বিপক্ষেই ভোট দেবেন বলে জানা গিয়েছে।

এমতাবস্থায়, ইমরান শিবিরের দাবি, পাক সেনার মদতেই দেশে এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও, যে কোনো উপায়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করাই পাক সেনার লক্ষ্য হয়ে উঠেছে বলেও মনে করছেন সবাই। যদিও, এই আবহেই এবার ইমরানের মুখে শোনা গেল সম্পূর্ণ উল্টো সুর। নিজের দেশের সেনাবাহিনীর কাছে বিরাট ধাক্কা পেয়ে এবার ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করলেন পাক প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ভারতের বিদেশ নীতি পাকিস্তানের থেকে অনেক উন্নত বলেও জানিয়েছেন তিনি।

imran khan 14

এদিকে, ইমরানের কাছ থেকে এহেন বক্তব্য শুনে কার্যত অবাক হয়ে গিয়েছেন সকলে। গত রবিবার পাকিস্তানের এক জনসভা থেকে নাম না করে পাকিস্তানি সেনাকে কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারতীয় সেনা বাহিনী দুর্নীতিগ্রস্থ নয়। তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাজে কখনই হস্তক্ষেপ করে না। আমি ভারতকে সেলাম করি। ভারতের বিদেশ নীতি পাকিস্তানের থেকে অনেক উন্নত। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড জোটের অন্যতম সদস্য রয়েছে। কিন্তু তবুও ভারত নিজেকে নিরপেক্ষ বলে। এমনকি, নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। এর কারণ হল, ভারতের বিদেশ নীতি সেদেশের জনগণের জন্য।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর