বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের (India National Cricket Team) পারফরম্যান্স রীতিমতো শোচনীয় ছিল। পার্থে খেলা প্রথম টেস্ট ম্যাচটি ছাড়া বাকি প্রতিটি ম্যাচেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো ছিল না। বিশেষ করে ব্যাটারটা হতাশ করেছেন। এদিকে, সিডনি টেস্টে লজ্জাজনক হারের পর এবার বড় প্রতিক্রিয়া দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
কি জানিয়েছেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) কোচ:
তিনি দলের খেলোয়াড়দের এবার একটি বড় পরামর্শ দিয়েছেন। গম্ভীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়রা যদি ঘরোয়া ক্রিকেটের মরশুমে ফ্রি থাকেন সেক্ষেত্রে তাঁদের অবশ্যই রঞ্জি ট্রফিতে খেলা উচিত। গম্ভীরের মতে, রঞ্জি ট্রফিকে প্রাধান্য দেওয়া অবশ্যই অত্যন্ত জরুরি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের (India National Cricket Team) ব্যাটারদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ ছাড়া বাকি ব্যাটারদের রানের জন্য লড়াই করতে দেখা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাট সম্পূর্ণ নীরব ছিল। যার পরিপ্রেক্ষিতে ওই দুই খেলোয়াড়কে নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি, ক্রিকেট অনুরাগীরা এবার তাঁদের অবসরের দাবিও করেছেন।
আরও পড়ুন: দুবাইতে “ছুটি কাটাচ্ছেন” সানিয়া এবং শামি! ছবি ভাইরাল হতেই সামনে এল আসল সত্যি
“প্রত্যেক খেলোয়াড়ের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত”: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর বিশ্বাস করেন যে, ভারতীয় খেলোয়াড়রা যদি তাঁদের পারফরম্যান্সের উন্নতি করতে চান সেক্ষেত্রে তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। সিডনি টেস্টের পর সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, “আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু একটি ম্যাচ নয়, যদি খেলোয়াড় পাওয়া যায় এবং তাদের লাল বলের ক্রিকেট খেলতে হয় তাহলে প্রত্যেকের উচিত যতটা সম্ভব ঘরোয়া ক্রিকেট খেলা। ঘরোয়া ক্রিকেটকে তেমন গুরুত্ব না দিলে টেস্ট ক্রিকেটের জন্য সেরা খেলোয়াড় পাওয়া যাবে না।”
আরও পড়ুন: টেস্ট ছাড়াও ODI ফরম্যাটে আর অধিনায়ক থাকবেন না রোহিত? সামনে এল ৩ টি কারণ
এদিকে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়েও বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে, রোহিত এবং বিরাট ভালো করেই জানেন তাঁদের কি করতে হবে। গম্ভীর জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের জন্য কোনটা সেরা তা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন যে, “ড্রেসিং রুমের পরিবেশ ঠিক করতে আমি সবার কাছেই সৎ থাকব।”