এক বছরের জন্মদিনে এলাহি আয়োজন, ছোট্ট কৃষভির জন্য কী কী করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে ঘুরে গেল বছর। এক-এ পা দিল কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ কন্যা কৃষভি। আদরের মেয়ের প্রথম বছরের জন্মদিন বলে কথা, আয়োজনের কোনও কমতি রাখেননি কাঞ্চন (Kanchan Mallick) শ্রীময়ী। একেবারে বড়দের মতো করেই রাত বারোটায় বাবা মায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন শুরু হয়েছে একরত্তির। সারাদিন ধরেই ছিল নানান আয়োজন।

জন্মদিনে কী কী আয়োজন ছিল কাঞ্চন (Kanchan Mallick) কন্যার জন্য?

এদিন জন্মদিন স্পেশ্যাল মেনুতে ছিল এলাহি আয়োজন। এক বছরের কৃষভির জন্য থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল ভাত, আলুভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা সহ পাঁচ রকমের ভাজা, দু রকমের মাছের পদ, কাতলা মাছের একটি বড় মুড়ো, চাটনি, পায়েস, দই, সন্দেশ এবং রসগোল্লা।

What did kanchan mallick and sreemoyee did for daughter krishvi birthday

জন্মদিনে বাবা মায়ের আশীর্বাদ: তার আগে বাবা, মা আর দিদার আশীর্বাদ নিতেও দেখা যায় কৃষভিকে। বাবা কাঞ্চনের (Kanchan Mallick) কোলে একদম লক্ষ্মী মেয়ের মতো বসে ছবি তোলে কৃষভি। এক বছরের জন্মদিন উপলক্ষে মেয়েকে ফুলছাপ ফ্রক আর গলায় মালা পরিয়ে সাজিয়ে দিয়েছিলেন শ্রীময়ী। মাথায় ঝুঁটি বেঁধে একগাল হাসিমুখে নেটিজেনদের মন জয় করে নিয়েছে কৃষভি।

আরও পড়ুন : মাটির বাড়িতে সাতসকালে ইডি হানা, যা বেরোলো তল্লাশিতে… চাঞ্চল্য এলাকায়

মেয়েকে নিয়ে কী জানান কাঞ্চন: এদিন সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পরেছিলেন কাঞ্চন (Kanchan Mallick)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এদিন অভিনেতা বিধায়ক লেখেন, চার বছর আগে মায়ের মৃত্যুর পর একেবারে একা হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কৃষভির জন্মের পর থেকে তিনি বিশ্বাস করেন, মেয়ের রূপে তাঁর মা ফিরে এসেছেন তাঁর কাছে।

আরও পড়ুন : অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিতর্কিত কার্যকাল, এ বার অ্যাডজাঙ্কট প্রোফেসর হয়ে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়েই ফিরছেন শান্তা দত্ত

শ্রীময়ীও একটি পোস্টে কৃষভির জন্মের সময় কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করেন। তাঁর শারীরিক পরিস্থিতির জন্য যথেষ্ট লড়াই করে সন্তানকে পৃথিবীতে এনেছেন তিনি। কৃষভির জন্মের সময় থেকে এখনও পর্যন্ত বেশ কিছু না দেখা ছবি শেয়ার করেছেন শ্রীময়ী।