Ekchokho.com 🇮🇳

ধান উৎপাদনে সমগ্র দেশে বিরাট নজির বঙ্গের! কৃষকদের প্রশংসা করে কী জানালেন মুখ্যমন্ত্রী?

Published on:

Published on:

What did Mamata Banerjee say while praising farmers?

বাংলা হান্ট ডেস্ক: কৃষি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করলো রাজ্য। ২০২৪-২০২৫ অর্থ বর্ষে রাজ্যে ধান উৎপাদন রেকর্ড সৃষ্টি করল বাংলা। ফলে আবারও ধান উৎপাদনে দেশের শীর্ষস্থান ধরে রাখল পশ্চিমবঙ্গ। সেই কথা নিজেই সমাজমাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সমাজমাধ্যমে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee):

এই সাফল্যের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিপর্যয় সত্বেও আমাদের কৃষকদের অদম্য মনোবল এবং কৃষিবান্ধব নীতির ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঘূর্ণিঝড় ‘দানা’ এবং রাজ্যের একাধিক জেলায় বিস্তীর্ণ বন্যা পরিস্থিতির মধ্যেও কৃষকরা যে নিষ্ঠা ও পরিশ্রমের পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। এছাড়া,এই উৎপাদনের পেছনে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প ও নীতির ভূমিকা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী । কৃষক বন্ধু, বাংলা শস্যবিমা, চাষে যন্ত্রের ব্যবহার, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয় প্রক্রিয়া – এইসব উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা ও উৎপাদনে সহায়তা করেছে বলে তিনি দাবি করেন ।

মুখ্যমন্ত্রী জানান, ২০১১ সালে তাঁরা ক্ষমতায় আসার পর থেকে, বাংলায় কৃষি ক্ষেত্রে এক আকর্ষণীয় পরিবর্তনের এসছে। এছাড়াও , ধান ছাড়াও রাজ্যে ভুট্টা, ডাল, তৈলবীজ এবং সুগন্ধি চালের উৎপাদনেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। তিনি তাঁর বার্তায় লেখেন, “আমি আমাদের কৃষক, ভাগচাষি, বর্গাচাষি, কৃষি শ্রমিক এবং কৃষিক্ষেত্রে যুক্ত সমস্ত ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই । তাঁরা আমাদের দেশের মেরুদণ্ড। তাঁদের অবদান অপরিসীম ও গভীরভাবে শ্রদ্ধার যোগ্য।”

What did Mamata Banerjee say while praising farmers?

আরও পড়ুন: রেল স্টেশনে আদরের মত যুগল,চাদর টেনে খুলে দিল যাত্রীরা, তারপর…

উল্লেখ্য, ২০২৪-২৫ সালে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বাংলায়। ২০২৪ সালের খরিফ মরশুমে মোট ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন ধান ঘরে তোলা গিয়েছিল। ২০২৪-২৫ সালের বোরো মরশুমে ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা মোট করলে দাঁড়ায় ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন। ২০২১-২২ সালে রাজ্যে ২৫৩.৬৬ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। যা এই বছর পর্যন্ত রেকর্ড ছিল। তবে এই বছরের রেকর্ড আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।