“দলীপ ট্রফি খেলতে পারছি অথচ…”, এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে কী জানালেন মহম্মদ শামি?

Published on:

Published on:

What did Mohammed Shami say after not getting chance in the Asia Cup?

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ সালের T20 এশিয়া কাপ। এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে প্রচুর উত্তেজনা রয়েছে। প্রতিবারের মতো এবারও ভারতীয় দল টুর্নামেন্ট জয়ের জন্য অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, সম্প্রতি BCCI এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলও ঘোষণা করেছে। তবে, ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ওই দলে জায়গা পাননি। যদিও, শামি অবশ্যই ইস্ট জোনের হয়ে দলীপ ট্রফি খেলছেন। এমতাবস্থায়, এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা না পেয়ে এবার বড় প্রতিক্রিয়া দিয়েছেন শামি।

কী জানিয়েছেন শামি (Mohammed Shami)?

নিউজ ২৪ স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে শামি (Mohammed Shami) জানান, “নির্বাচিত না হওয়ার জন্য আমি কাউকে দোষারোপ বা অভিযোগ করব না। যদি আমি দলের জন্য সঠিক হই, তাহলেই আমাকে নির্বাচন করুন। যদি না হই তাহলে আমার কোনও সমস্যা নেই। টিম ইন্ডিয়ার জন্য যা ভালো তা করা নির্বাচকদের দায়িত্ব। আমার ক্ষমতার ওপর আমার এটা বিশ্বাস আছে যে, সুযোগ পেলে আমি আমার সেরাটা দেব। আমি কঠোর পরিশ্রম করছি।”

What did Mohammed Shami say after not getting chance in the Asia Cup?

এশিয়া কাপের জন্য তিনি (Mohammed Shami) “অ্যাভেলেবেল” ছিলেন কি না তা জানতে চাওয়া হলে মোহাম্মদ শামি বলেন, “আমি যদি দলীপ ট্রফি খেলতে পারি, তাহলে T20 ক্রিকেট কেন খেলতে পারব না?” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শামিকে শেষবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: CBI-এর ক্ষমতায় মুগ্ধ আমেরিকাও! বিরাট সাফল্যের পর ভারতের তদন্ত সংস্থাকে জানাল ধন্যবাদ

IPL ২০২৫-এর সফর খুব একটা ভালো ছিল না: প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩৪ বছর বয়সী মহম্মদ শামি (Mohammed Shami) IPL ২০২৫-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন। তবে, এই মরশুম তাঁর মোটেও ভালো ছিল না। IPL ২০২৫-এ তিনি ৯ টি ম্যাচে মাত্র ৬ টি উইকেট নিয়েছিলেন এবং তাঁর ইকোনমি রেট ছিল ১১.২৩। কিছু ম্যাচ তাঁকে বেঞ্চেও রাখা হয়েছিল।

আরও পড়ুন: মিলবে শুল্কবাণের মোক্ষম জবাব! আমেরিকা ছাড়া এই ৪০ টি দেশের সঙ্গে হবে চুক্তি, দুর্দান্ত পরিকল্পনা ভারতের

ইস্ট জোনের প্লেয়িং ১১-এর অংশ শামি: ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। ইস্ট জোন এবং নর্থ জোনের মধ্যে খেলায় অংশ নিয়েছেন শামি (Mohammed Shami)। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে তাঁর ওপর। শামি যদি ফের ভারতের টেস্ট দলের অংশ হতে চান, তাহলে তাঁকে দলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করতে হবে।