বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু, এখনও এশিয়া কাপের ট্রফি (Asia Cup Trophy) পায়নি টিম ইন্ডিয়া। বরং, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা PCB চেয়ারম্যান মহসিন নাকভি ট্রফিটি হাতছাড়া করেননি। তবে, এবার তিনি যে ট্রফিটি রীতিমতো দখল করার মানসিকতা নিয়েছেন তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
এশিয়া কাপের ট্রফি (Asia Cup Trophy) নিয়ে পালান নকভি:
শুধু তাই নয়, তাঁর একটি নির্দেশ ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটিতে ফের বিতর্কের উদ্রেক ঘটছে। মূলত, নকভি এশিয়া কাপের ট্রফিটি (Asia Cup Trophy) ACC-র অফিসে রেখেছেন এবং নির্দেশ দিয়েছেন যে তাঁর সম্মতি ছাড়া সেটি সরানো যাবে না।
মহসিন নকভির ঘৃণ্য কর্মকাণ্ড: রিপোর্ট অনুসারে, এশিয়া কাপের ট্রফিটি (Asia Cup Trophy) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সদর দফতরে আটকে রাখা হয়েছে। মহসিন নকভি আরও নির্দেশ দিয়েছেন যে, তাঁর অনুমোদন ছাড়া এটি সরানো বা ভারতে হস্তান্তর করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে, এশিয়া কাপ জয়ের পর, ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফিটি নিতে অস্বীকার করে।
আরও পড়ুন: তদন্তে নেমে “গুপ্তধনের সন্ধান” পেল ED! কংগ্রেস বিধায়কের লকার থেকে উদ্ধার ৪০ কেজি সোনা
টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নকভি ট্রফিটি (Asia Cup Trophy) তাঁর সঙ্গেই নিয়ে গিয়েছিলেন এবং তখন থেকেই সেটি ACC-র অফিসে রয়েছে। জানিয়ে রাখি যে, নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পাকিস্তানের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এশিয়া কাপের সময় এই উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। এশিয়া কাপের সময় ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনও করেননি।
আরও পড়ুন: এক ঘোষণাতেই রকেটের গতি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট উত্থান, লাভবান বিনিয়োগকারীরা
নকভি এবং BCCI-এর মধ্যে মতবিরোধ চরমে: বিষয়টির পরিপ্রেক্ষিতে নকভির একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন যে, কেবল তিনিই ভারতীয় দল বা BCCI-কে এশিয়া কাপের ট্রফি (Asia Cup Trophy) উপহার দেবেন। অর্থাৎ, অন্য কেউ ভারতকে ট্রফি উপহার দিতে পারবে না। এদিকে, BCCI নকভির কর্মকাণ্ডে গভীরভাবে ক্ষুব্ধ এবং ICC-র সভায় বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাও মনে করা হচ্ছে যে নকভিকে শীঘ্রই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।