SCO সম্মেলনের পরেই চিন্তিত মার্কিন মুলুক? ভারতের উদ্দেশ্যে বিশেষ “আর্জি” ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার

Published on:

Published on:

What did Peter Navarro say about India?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই SCO সম্মেলনে ভারত (India)-চিন-রাশিয়ার বন্ধুত্বের সমীকরণ দেখেছে গোটা বিশ্ব। ট্রাম্পের শুল্কবোমার আবহে এই ৩ দেশের বন্ধুত্বের ছবি যে বিশেষ ইঙ্গিতপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, এই বিষয়টি ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে খোদ আমেরিকাকেও। ঠিক এই আবহেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক উপদেষ্টা পিটার নাভারোর প্রতিক্রিয়া।

ভারতের (India) প্রসঙ্গে কী জানালেন পিটার নাভারো?

নাভারো একদিকে যেমন SCO সম্মেলনে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌহার্দ্যপূর্ণ আচরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, অপরদিকে নাভারো ফের ভারতের (India) উদ্দেশ্যে আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শনের বিষয়টিও উপস্থাপিত করেছেন। গত সোমবার মোদী-জিনপিং এবং পুতিনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, পিটার নাভারো কুরুচিপূর্ণভাবে বলেন, “বিশ্বের দুই বৃহত্তম কর্তৃত্ববাদীর সঙ্গে মোদীকে বিছানায় শুতে দেখা লজ্জাজনক”।

গত সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে পিটার নাভারো এসসিও শীর্ষ সম্মেলনে ঐক্য প্রদর্শনের প্রশ্নের জবাবে আরও জানান, “এর কোনও অর্থ হয় না। আমি নিশ্চিত নই যে মোদী কী ভাবছেন? বিশেষ করে ভারত (India) যেহেতু কয়েক দশক ধরে চিনের সঙ্গে ঠান্ডা যুদ্ধে এবং কখনও কখনও উত্তপ্ত যুদ্ধে লিপ্ত।” তিনি বলেন, “আমরা আশা করি ভারতীয় নেতৃত্ব বুঝতে পারবেন যে, তাঁকে রাশিয়ার সঙ্গে নয়, আমাদের, ইউরোপ এবং ইউক্রেনের সঙ্গে থাকতে হবে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নাভারো সম্প্রতি ভারত (India) সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। যেগুলি পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনাও। ইতিমধ্যেই তিনি ভারতকে “শুল্কের মহারাজা”, “রাশিয়ার লন্ড্রি” এবং ইউক্রেন সংঘাতকে “মোদীর যুদ্ধ” বলে অভিহিত করেছেন। এদিকে, গত রবিবার নাভারো দাবি করেন য,  “রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় ব্রাহ্মণরা লাভবান হচ্ছেন।”

আরও পড়ুন: রোহিত ও বিরাটের সঙ্গে…. BCCI-এর “সমালোচনা” করলেন এশিয়া কাপে সুযোগ না পাওয়া এই ভারতীয় খেলোয়াড়

অপরদিকে, গত সোমবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় একটি আশ্চর্যজনক পোস্টে বলেছে যে, নয়াদিল্লির সঙ্গে তাদের অংশীদারিত্ব “নতুন উচ্চতায় পৌঁছনোর বিষয়টি অব্যাহত রয়েছে”। সোমবার “এক্স”-এ প্রকাশিত এক পোস্টে, মার্কিন দূতাবাস, বিদেশমন্ত্রী মার্কো রুবিওর উদ্ধৃতি দিয়ে, ভারত (India) ও আমেরিকার মধ্যে সম্পর্ককে “নির্ধারিত সম্পর্ক” বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: “ভারত আমাদের কাছ থেকে কম তেল কিনছে”, SCO সম্মেলনের পর ক্ষোভ উগরে কী জানালেন ট্রাম্প?

পোস্টটিতে লেখা ছিল যে, “আমেরিকা এবং ভারতের (India) মধ্যে অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে-একবিংশ শতাব্দীর এটি একটি সংজ্ঞায়িত সম্পর্ক। এই মাসে, আমরা জনগণ, অগ্রগতি এবং সম্ভাবনাগুলিকে আলোকপাত করছি যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।” আরও বলা হয়, “উদ্ভাবন এবং উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিরক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, আমাদের দুই দেশের জনগণের মধ্যে স্থায়ী বন্ধুত্বই এই যাত্রাকে ইন্ধন জোগায়”। এর পাশাপাশি ব্যবহারকারীদের #USIndiaFWDforOurPeople হ্যাশট্যাগ অনুসরণ করতে এবং এই প্রচারের অংশ হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।