বাংলাহান্ট ডেস্ক : অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের মন পেতে কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কখনও মোটা থেকে হতে হন রোগা। তো কখনও আবার রোগা থেকে হতে হয় প্লাস সাইজ। বলিউড জগতে এমন ঘটনার সাক্ষী বারবার থেকেছেন অভিনেত্রীরা। তবে এবার এই ঘটনা দেখা গেল টলিপাড়াতেও (Tollywood)। ওজন বাড়িয়ে প্লাস সাইজ হয়ে উঠলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
মেয়েদের যেন কোনও কিছুতেই নেই শান্তি। শরীরে মেদ জমলেই শুনতে হয় ‘একটু বেশি মোটা’, আবার স্থুলকায় শরীর হলে ‘এত্ত রোগা কেন’? আবার অনেককে শুনতে হয় বেঁটে। কেউ আবার বড্ডো বেশি লম্বা। এই সমস্ত ছুৎমার্গ কাটাতে এবার বক্স অফিসে ঝড় তুলতে আসছে ঋতাভরী চক্রবর্তী-আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখ্যোপাধ্যায়। মে মাসের ১২ তারিখ মুক্তি পেতে চলেছে ছবি।
এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন অভিনেত্রী। এই জার্নিটা যে কতটা কঠিন ছিল সে কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অভিনেত্রী জানান,’ আমার অস্ত্রোপচারের পর হঠাৎ করেই প্রায় ৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম খুব সহজেই ওজন কমিয়ে নেব। কিন্তু দেখলাম হয়ে গেল উল্টোটা। ছবিতে অভিনয় করার জন্য আমাকে আরও অনেকটাই ওজন বাড়াতে হল। কোনও ভাবেই প্যাডিং দিয়ে ম্যানেজ করা যাচ্ছিলোনা আর তাই ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেললাম’।
View this post on Instagram
অভিনেত্রীর কথায়, ‘ নিজেকে দেখে নিজেরই কান্না পাচ্ছিলো আমার। কারণ এই পরিস্থিতি দিয়ে যেতে হয় বহু মেয়েকে। একটু মোটা হলেই শুনতে হয় কটাক্ষ। এমনকি ট্রোলিংয়ের মুখে পড়তে হয়’। সকলের উদ্দেশ্যে অভিনেত্রীর বার্তা, ‘চেহারা নিয়ে কখনই মন্তব্য করা উচিত নয়’। তাঁর কথায় , ‘ওজন কমানো যেমন কঠিন কাজ ঠিক তেমনি ওজন বাড়ানোও বেশ কঠিন কাজ। যদি এতটা ওজন বাড়ানোর পরেও কিছু আমি পরিচালককে খুশি করতে পারিনি। সে চেয়েছিলো আরও ওজন বাড়ুক আমার। শুটিং শেষ করার পর নিউট্রিশিয়ানের কথা মনে আমি আবার ওজন কমানো শুরু করি’।
পরিচালক অরিত্র মুখ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বরাবরই একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর প্রথম সিনেমা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেন তিনি।