বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে চিনে সফর করেছেন। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর সামরিক অচলাবস্থা এবং এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের তীব্র উত্তেজনার পর এটি জয়শঙ্করের প্রথম চিন সফর। এদিকে, সোমবার জয়শঙ্কর চিনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং-এর সাথে বৈঠক করেন। যেখানে তিনি বলেন যে, ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে পারস্পরিকভাবে লাভজনক ফলাফল পাওয়া যেতে পারে।
কী জানিয়েছেন ভারতের (India) বিদেশমন্ত্রী:
হানের সঙ্গে সাক্ষাতে জয়শঙ্কর আরও বলেন যে, বিশ্বব্যাপী জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে খোলামেলা মতামত বিনিময় গুরুত্বপূর্ণ। বিদেশমন্ত্রী তাঁর দুই দেশের সফরের দ্বিতীয় এবং শেষ পর্যায়ে সোমবার সকালে সিঙ্গাপুর থেকে বেজিংয়ে পৌঁছেছেন। জয়শঙ্কর চিনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনে সফর করছেন।
এদিকে, চিনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময়ে ভারতের (India) বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন,”গত বছরের অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাক্ষাতের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরের সময়ে আমার আলোচনা এই ইতিবাচক দিকে এগিয়ে যাবে।”
আরও পড়ুন: PSG-র স্বপ্ন ভেঙে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি! ট্রফি দিতে গিয়ে পোডিয়ামে ট্রাম্প যা করলেন…
কৈলাস মানস সরোবর যাত্রার প্রসঙ্গে কী বলা হয়: বিদেশমন্ত্রী ভারত (India)-চিন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকীর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়টি ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আমাদের সম্পর্কের ক্রমাগত স্বাভাবিক হওয়া পারস্পরিকভাবে উপকারী ফলাফলের দিকে নিয়ে যেতে পারে।” জয়শঙ্কর বলেন, “আজ আমরা যে আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা খুবই জটিল। প্রতিবেশী দেশ এবং প্রধান অর্থনীতি হিসেবে, ভারত ও চিনের মধ্যে মতামত এবং দৃষ্টিভঙ্গির উন্মুক্ত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: ৭০ বছর ধরে টেস্ট ক্রিকেটে যা হয়নি, সেটাই ঘটল লর্ডসে! এই প্রথম অবিশ্বাস্য কারনামা টিম ইন্ডিয়ার
এস. জয়শঙ্কর বলেন যে, “আমি এই সফরের সময় এই ধরনের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জয়শঙ্করের সফরের ৩ সপ্তাহেরও কম সময়ের মধ্যে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন। এজন্য তিনি চিনের বন্দর নগরী কিংদাও সফর করেন। জানা গিয়েছে যে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বর্তমান চেয়ারম্যান চিন। তাই চিন এই গোষ্ঠীর সভা আয়োজন করছে।